কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকাচ্ছে হিমেল হাওয়া। শীতের শুরুতে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণ। দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও। হাওড়ার শিল্পাঞ্চল ঘুসুড়িতে দূষণের মাত্রা ৩১৫। এনিয়ে এবিপি আনন্দকে কী বার্তা দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ ? চলুন জেনে নেওয়া যাক।


দূষণের জেরে নাজেহাল রাজ্যবাসী


শহুরে ঘিঞ্জি এলাকা তো আছেই, কলকাতার অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বাড়ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্য অনুযায়ী, কলকাতায় সবুজে মোড়া বোটানিক্যাল গার্ডেনে দূষণের মাত্রা ২৬২ AQI .দুর্গাপুর-আসানসোলে দুষণের মাত্রা যথাক্রমে ২৭৯ ও ২৭১ AQI দিল্লির বেশিরভাগ এলাকায় দূষণের মাত্রা ৪০০ পার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের মাত্রা ১৬৬। কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে দূষণের মাত্রা ১৩২ AQI শীতের শুরুতে দূষণের জেরে নাজেহাল রাজ্যবাসী, ঘরে ঘরে জ্বর-শ্বাসকষ্টের উপসর্গ।


কী বার্তা দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ ?


দূষণের হাত থেকে বাচ্চাদের সুস্থ রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, মত শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের। এদিন তিনি বলেছেন, বাচ্চারা বড়দের থেকে ফুসফুসে বেশি পরিমাণ এয়ার নেয়। তার ফলে যেটা হয়, ওদের ক্ষতিটাও বেশি হয়। কারণ সেটা Devoloping Lungs । এক্ষেত্রে যখন এমন দূষণ হয়, তখন ড্যামেজটা খুবই বেশিই হবে। এর থেকে নানা ধরণের রোগে আক্রান্ত হতে পারে। ভবিষ্যতেও ওদের ফুসফুসের গ্রোথটা কমে যেতে পারে। ফলে তাঁদের ফুসফুসের রোগ হয়ে, আলটিমেট কিছুও হতে পারে। সুতরাং বাচ্চাদের জন্যই আমাদের বেশি চিন্তা।


আরও পড়ুন, হাওড়া ঢুকতেই কাটিহার এক্সপ্রেসে চাঞ্চল্য, চাদর সরাতেই যাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার !


এয়ার কোয়ালিটি ইনডেক্স কত থাকলে বাতাসের মান খুব ভাল বলে ধরে নেওয়া হয় ?


বিশেষজ্ঞরা বলছেন, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI শূন্য থেকে ৫০ হলে, সেখানকার বাতাসের মান খুব ভাল। AQI ৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা মোটামুটি।  AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে।৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্যে কলকাতা নিয়ে যা উঠে এসেছে, তা উদ্বেগজনক।