আবির দত্ত, কলকাতা: স্কুলে নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়,  কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিন্হা (SSC Scam)। এ বার কলকাতার নিজাম প্যালেসেই স্বাস্থ্য পরীক্ষা পার্থ এবং কল্যাণময়ের (Partha Chatterjee)। তার জন্য হাসপাতাল থেকে চিকিৎসক এসে পৌঁছেছেন নিজাম প্যালেসে। তার পরেও পার্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি না, সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় গোয়েন্দারাই (CBI)। 


হাসপাতাল থেকে চিকিৎসক এলেন নিজাম প্যালেসে


রবিবার সকাল ১১টা-সাড়ে ১১টা নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআই-এর এক আধিকারিক গাড়ি নিয়ে হাসপাতালে যান। তার পর এক চিকিৎসককে সঙ্গে নিয়ে ফেরেন নিজাম প্যালেসে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিজাম প্যালেসেই পার্থ এবং কল্যাণময়ের স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে চিকিৎসক বেরিয়ে গেলে পার্থ বা কল্যাণময়ের কাউেক হাসপাতালে নিয়ে যাওয়া হবে কি না, স্পষ্ট হয়নি এখনও পর্যন্ত। 


সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার স্বার্থেই নিজাম প্যালেসে স্বাস্ত্য পরীক্ষার সিদ্ধান্ত। তার জন্যই চিকিৎসককে আনা হয়েছে। শারীরিক কিছু অসুস্থতার কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের জানিয়েছিলেন পার্থ। তার পরই চিকিৎসককে আনা হয়।



আরও পড়ুন: SSC Scam: 'পার্থ তথ্য গোপন করছেন, দুর্নীতির দায় এড়ালেন কল্যাণময়', বয়ান না মিললে কী পদক্ষেপ সিবিআই-র ?


স্বাস্থ্য পরীক্ষার পর ফের জিজ্ঞাসাবাদ করা হবে পার্থ, কল্যাণময় এবং শান্তিপ্রসাদকে। কার নির্দেশে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল, নামগুলো কীভাবে বাছাই করা হয়েছে, কারা এই নামগুলো দিল, কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না, তাঁদের কাছে গোয়েন্দারা জানতে চাইবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। 


নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই  দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিন জনকে। সূত্রের খবর,  টাকার লেনদেন এবং প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ অন্য কথা বলছে। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে।


নিরাপত্তার স্বার্থেই নিজাম প্যালেসে স্বাস্থ্যপরীক্ষা


সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ কার হতে পারে বলে সূত্রের খবর।