মুম্বই: জল্পনা ছিলই, সেই জল্পনা মতোই ভারতীয় সীমিত ওভারের দলে সাড়ে তিন বছর পর প্রত্যাবর্তন ঘটালেন উমেশ যাদব (Umesh Yadav)। গতকাল রাতেই মহম্মদ শামির করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তাঁর বদলে উমেশ যাদব ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন বলেই শোনা যাচ্ছিল। সেইমতোই উমেশই ভারতীয় দলে ডাক পেলেন।
আইপিএলে পারফর্ম করে সুযোগ
আজই শামির করোনা আক্রান্ত হওয়ার খবর এবং উমেশের দলে সুযোগ পাওয়ার খবর সরকারিভাবে বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। এ মরসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন উমেশ। কেকেআরের হয়ে এ মরসুমে ১২ ম্যাচ খেলে ৭.০৬-র ইকোনমি এবং ২১.১৯-র গড়ে মোট ১৬টি উইকেট নিয়েছিলেন উমেশ। এরপরে অনেকেই ভেবেছিলেন হয়তো উমেশ দ্রুতই ভারতীয় দলের সীমিত ওভারের স্কোয়াডে ফিরবেন। এতদিন অবশ্য তেমনটা হয়নি। কিন্তু শামির করোনার জেরেই ভাগ্যসহায় হল উমেশের।
চোটে ছিটকে গেলেন সাইনি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিন বছর আগে ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন উমেশ। ওয়ান ডেতে খেলেছেন তারও বছরখানেক আগে। তবে আবারও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে ফিরছেন উমেশ। অপরদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের (India A vs New Zealand A) হয়ে সীমিত ওভারের সিরিজে নামতে পারবেন না নভদীপ সাইনিও (Navdeep Saini)। কুঁচকির চোটের জেরেই তিনি এই সিরিজে খেলতে পারবেন না।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে দলীপ ট্রফির সেমিফাইনালের প্রথম দিন উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে খেলার সময়ই সাইনি চোট পান বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। নিজের চোট সারিয়ে মাঠে ফেরার উদ্দেশ্যে সাইনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন। সাইনির বদলে ভারতীয় 'এ' দলে ডাক পেলেন অলরাউন্ডার রিশি ধবন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় 'এ' দল:-
পৃথ্বী শ, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, রজত পতিদার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, কেএস ভরত (উইকেটকিপার), কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, রাহুল চাহার, তিলক ভার্মা, কুলদীপ সেন, রাহুল ঠাকুর, উমরান মালিক, রিশি ধবন, রাজ অঙ্গদ বাওয়া
আরও পড়ুন: চশমা, ইয়ারপড, হাতঘড়ি, ক্রসবডি ব্যাগ, স্টাইল স্টেটমেন্টে সেরা কিংগ কোহলি