কলকাতা: ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক মমতার। 'বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয়। আমরা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করি। স্বাস্থ্য বিমাতেও জিএসটি চাপিয়ে দিয়েছে। একটা নতুন ধর্মকে আমদানি করতেই কি কেন্দ্রীয় সরকার আছে?', প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন,' আমি দেখছি, ৭৪৮টি ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। গরিব, সাধারণ মানুষ এই সব ওষুধ কেনে, হঠাৎ দাম বাড়িয়েছে। যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে চিকিৎসা করার, তাদেরই ওষুধের মূল্যবৃদ্ধি। অত্যাবশ্যকীয় ওষুধ, এমনকি প্যারাসিটামলেরও দাম বাড়িয়ে দিয়েছে', ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।'৬ তারিখ কিছু করব না, শুক্র-শনিবার এক ঘণ্টা ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি' । 

আরও পড়ুন,'তৃণমূল হইতে সাবধান' ! হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু..

একসঙ্গে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ছে! মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম একধাক্কায় ১ দশমিক সাত চার শতাংশ বাড়তে চলেছে। যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল, অ্যাসপিরিন, বাতের ওষুধ থেকে ক্যানসার, হৃদরোগের ওষুধও। মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের  দাম বেড়েছে! ১.৭৪ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়? ঘরে ঘরে থাকা প্যারাসিটামল,অ্যাসপিরিন কিংবা ব্যাক্টিরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো আছেই! সেই সঙ্গে অ্যানিমিয়া, ডায়াবিটিস, ক্য়ান্সারের ওষুধের দামও বাড়তে চলেছে! তালিকায় রয়েছে ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েডও। 

এছাড়াও দাম বাড়তে চলেছে বাত, পক্স, হারপিসের ওষুধ। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, কৃমি, ম্যালেরিয়ার ওষুধ থেকে অ্য়ান্টিঅ্যালার্জি ও কাশির ওষুধ। এমনকী হৃদরোগ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশনেরও দাম বাড়ছে। মঙ্গলবার থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে। পয়লা এপ্রিল থেকেই বেড়েছে ওষুধ কেনার খরচ!অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি অর্থাৎ NPPA-র তরফে MRP-র ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)