সৌমিত্র রায়, কলকাতা: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আজ পঞ্চমী। এবারই প্রথম নিজের বাড়িতেই দুর্গাপুজোর (Durga Puja 2024) আয়োজন করছেন ময়দানের পরিচিত মেহতাব হোসেন (Mehtab Hossain)। তাঁর নিউ টাউনের বাড়িতেই হবে দেবীর আরাধনা। স্ত্রী মৌমতার বহুদিনের ইচ্ছাকে মান্যতা দিয়েই বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করছেন মেহতাব।
বহুদিন ধরেই দুইজনের পরিকল্পনা ছিল। তবে হচ্ছে হচ্ছে করেও হয়ে উঠছিল। এ বছর অবশেষে বাড়তেই পুজো করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন মেহতাব ও মৌমিতা। দুইজনের ধর্ম আলাদা। তবে এই জাতি, ধর্ম, বর্ণের বিভেদ মানেন না মেহতাব। তাঁর কাছে ধর্ম একটাই মানব ধর্ম। দুর্গাপুজো করা প্রসঙ্গে মেহতাব জানান, 'আমি কোনও ধর্মের গণ্ডি, বিভেদ মানি না। আমার কাছে ধর্ম একটাই, মানবধর্ম। ঈদেও তো মৌমিতা আমাদের সঙ্গে উৎসবে সামিল হয়। মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, আর আমরা কোথায় এখনও ধর্মের বিভেদ নিয়ে পড়ে রয়েছি। বহু বছর হল আমাদের বিয়ে হয়েছে। ওর বহুদিনের ইচ্ছা ছিল দুর্গাপুজো করার। শ্যালক দেবাশিস রায়ের সঙ্গেও এই নিয়ে আলাপ আলোচনা করি। মূলত ওদের দুইজনের উদ্যোগেই এ বছর পুজোটা করা সম্ভব হচ্ছে।'
মেহতাবের সুরেই মৌমিতাও বলেন, 'আমিও তো একজন মহিলা। আর জি কর কাণ্ড আমাকে গভীরভাবে আহত করেছে। সেই কারণে প্রথমবার বড় করে পুজোটা করবে ভাবলেও, সিদ্ধান্ত বদল করি। আর আমার কাছে হিন্দু-মুসলিমের মধ্যে কোনও বিভেদ নেই। এই ধর্মের বিভেদ আমি মানি না।'
বাড়ির পুজোতে একেবারে বাঙালি সাজে পুজোর ক'টাদিন দেখা যাবে মেহতাবকে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে চলে এসেছে প্রতিমা। পুজোতে সামিল হচে তাঁর গ্রাম মল্লিকপুরের থেকে পরিবারের সদস্যরা আসছেন বলে জানান তারকা প্রাক্তনী। পাশাপাশি স্ত্রী মৌমিতার বাড়ির লোকেরাও থাকছেন। অষ্টমীর দিন ময়দানের না না পরিচিত মুখও তাঁর বাড়ির পুজোতে দেখা যাবে।
প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হচ্ছে বাড়িতে। জাঁকজমক করেই পুজো করার পরিকল্পনা ছিল মেহতাবদের। তবে বাঙালির মন ভাল নেই। আর জি কর কাণ্ডে নির্যাতিতা যে এখনও সুবিচার পাননি। মায়ের কাছে সেই সুবিচার পাওয়ারই প্রার্থনা করবেন মেহতাব। 'এ বছর মায়ের কাছে আমার একটাই প্রার্থনা। আর জি কর কাণ্ডে যেন নির্যাতিতা সুবিচার পান। এ ধরনের দোষীরা কোনওমতেই বেশিদিন ছাড় পাবে না। মায়ের ওপর আস্থা আছে। তিনি সুবিচার পাইয়ে দেবেনই।' প্রার্থনা মেহতাবের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পাজামা-পাঞ্জাবি পরে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির ব্রায়ান লারা, করলেন বাঙালিদের শান্তিকামনা