কলকাতা: স্বামীজির (Swami Vivekananda) জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে নাম না করে তৃণমূলকে (TMC) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিরোধী দলনেতার কটাক্ষ, ২৫ বছর ধরে সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়িতে আসছি। এবারই প্রথম কার্বাইডে পাকানো নেতার জন্য মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। অন্যদিকে, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, দেশের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ। আর এখন বাংলায় ভুয়ো ডিগ্রিধারী, CBI-ED-র ডাক পাওয়া নেতাকে যুব সম্প্রদায়ের আইকন বানানো হয়। 


শিক্ষা ব্যবস্থাকেও আক্রমণ: স্বামী বিবেকান্দর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। 'রাজ্যে শিক্ষার এই হাল দেখলে স্বামীজি বাংলা থেকে প্রস্থান করতেন'। গোটা শিক্ষা দফতরই জেলে, কটাক্ষ বিরোধী দলনেতার। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। 


দিনভর বিভিন্ন কর্মসূচি: স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে বিজেপির। সকালে স্বামীজির পৈতৃক বাড়ি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিমলা স্ট্রিট থেকে রেড রোড পর্যন্ত ম্যারাথন দৌড়ের সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুরে কেষ্টপুর থেকে দমদম চৌমাথা পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে বিজেপি যুব মোর্চা। বিকেলে রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মদিন পালন করবে বিজেপির মহিলা মোর্চা। 


তৃণমূলের কটাক্ষ: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মন্ত্রী শশী পাঁজা। বলেন, ঠাকুরের ভাষায় বলি, ওদের চৈতন্য হোক। নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন শশী পাঁজা।


আজ স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে। গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামীজির ১৬১ তম জন্মদিন। প্রতিবার সাড়ম্বরে পালিত হয় দিনটি। এই উপলক্ষে বেলুড় মঠে প্রতিবছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। দিনভর চলবে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ।।