অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোয় (Metro) সফর এখন আরও সহজ। মেট্রোয় যাতায়াতের জন্য চালু করা হচ্ছে নতুন ব্যবস্থা। শুরু হচ্ছে কিউ আর কোড (QR Code)। যাতায়াতের এই আধুনিক সুবিধা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East-West Metro)।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্যতম ব্যস্ত স্টেশন সেক্টর ফাইভ। সেখানেই মেট্রোর জিএম-এর উপস্থিতিতে এই নতুন ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হয়ে গেল। বেশ কিছুদিন ধরেই কথা চলছিল যাত্রী সাধারণের সুবিধার্থে টিকিট কাটার নতুন ব্যবস্থা চালুর। অবশেষে আগামীকাল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সেই ব্যবস্থা চালু হতে চলেছে।
কেমন হচ্ছে ঠিক বিষয়টা?
মেট্রোর টোকেন (Token) বা স্মার্টকার্ড (Smart Card) পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউ আর কোড স্ক্যানার (QR Code Scanner)। টিকিট কাটা যাবে মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে। সেই অ্যাপের কথা জানানো হবে শীঘ্রই। অ্যাপে টিকিট কাটলেই মিলবে একটি কিউ আর কোড (QR Code)। যাত্রী নিজেই সেই কোড গেটের স্ক্যানারে দিয়ে প্রবেশ করতে পারবেন ভিতরে।
আরও পড়ুন: Kolkata: ওমিক্রন নিয়ে নবান্নে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামীকাল থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। কীভাবে পেমেন্ট গেটওয়ে কাজ করবে সেই ব্যাপারে নজর রাখছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। আপাতত যে ছয়টি স্টেশনে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলে সেখানে এই ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে।
এই পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য যাত্রীদের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে পোস্টার লাগানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। 'মেট্রো রাইড কোল' নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে প্রোফাইল খুলে তাতে সফরের খুঁটিনাটি দিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। প্রাথমিকভাবে অনলাইনে টিকিট কাটার পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেটি ব্যবহার করা যাবে। তবে সেই সময়সীমা বাড়ানো যায় কি না, সেই দিকেও নজর রয়েছে কর্তৃপক্ষের।
আরও পড়ুন: Kolkata News: নির্মীয়মাণ বহুতলে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, এখনও মৃতের পরিচয় জানতে পারেনি পুলিশ
অন্যদিকে বহু পরিমাণে ব্যবহৃত নর্থ-সাউথ মেট্রো অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো চলে সেখানেও এই ব্যবস্থা চালু করার ভাবনা চিন্তা চলছে। তবে সেক্ষেত্রে ভাবনার বাস্তবায়ন খানিক সময় সাপেক্ষ। তবে সেখানে পরিকাঠামো বেশ পুরনো, এমনকী সেখানকার টোকেন গেটগুলিও যেহেতু বেশ পুরনো তাই সেগুলির কিছু পরিবর্তন ঘটিয়ে 'কিউ আর কোড স্ক্যানার' সম্বলিত করতে হবে। তারপরই দুই তরফের মেট্রোর যাত্রীদেরই এই আধুনিক সুবিধা দেওয়া যাবে।