ব্রতদীপ ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাইপাসে (ByPass), চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি (Science City) যাওয়ার পথে, রাস্তার পাশে ধস। বেশ খানিকটা অংশে ফাটল ধরে। নিউগড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের (metro work) জন্যই এই বিপত্তি বলে দাবি। সমস্যার সুরাহা করা গিয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার। 


রাস্তার পাশে ধস! মেট্রোর কাজের জের?


ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস (Eastern Metropolitan ByPass), সংক্ষেপে যাকে বলে EM বাইপাস। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা। সেই রাস্তার ওপর, সেতুতে ধস। বিশাল ফাটল। রাস্তার ধারের কিছুটা অংশ ভেঙে বসে গেছে। 


নিউগড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি বলে দাবি। কলকাতার বুকে দগদগে হয়ে রয়েছে ২০১৯ সালের বউবাজার (Bowbazar) বিপর্যয়ের স্মৃতি। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য, দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরাপাড়া লেনে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বাড়ি। এছাড়াও বহু বাড়িতে বিশাল বিশাল ফাটল দেখা দেয়। 


বিপর্যয়ের জেরে, ঠাঁইহারা হন বহু মানুষ। সেই আতঙ্ক এবার EM বাইপাসে। চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে বাইপাসের ওপর এই সেতুতে রবিবার থেকে দফায় দফায় ধস নামে। রাস্তার ধারের এই অংশ কিছুটা ভেঙে বসে যায়। এখানেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো প্রকল্পের পিলার বসানোর জন্য যন্ত্রের মাধ্যমে মাটি খোঁড়া হচ্ছিল।


আরও পড়ুন: Howrah: বাড়ির 'বেআইনি' অংশ ভাঙতে গিয়ে বাধার মুখে হাওড়া পুরসভার অভিযান


রবিবার প্রথম সেতুর ওপর এই অংশে ধস ও ফাটল নজরে আসে। ওইদিন রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করা হয়। কিন্তু সোমবার সকালে ফের রাস্তায় দেখা যায় ধস। সোমবার রাতেও ফের মেরামতি করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায়, যে কে সেই। শেষমেষ বিশেষ রাসায়নিক দিয়ে মেরামত করা হয়। 


তবে নির্মাণকারী সংস্থার সুপার ভাইজারের মতে, 'আশা করি আর সমস্যা হবে না।' ধস-ফাটলের জেরে, বাইপাসে ব্যাপক যানজট হয়।