সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সংকট মেদিনীপুর মেডিক্যালে! কর্তৃপক্ষের নজরে এনেও লাভ হয়নি, দাবি জুনিয়র ডাক্তারদের।


৫ এমএল, ১০ এমএল-এর সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের মতো জীবনদায়ী ওষুধ যা শ্বাসকষ্টের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এই সঙ্কট মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইতিমধ্যেই, জুনিয়র চিকিৎসকেরা এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 


তাঁদের দাবি, এই ঘাটতির জন্য জরুরী পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়াও, অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইডের মত অত্যন্ত প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের সঙ্কট রয়েছে বলেও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।                                                                                                                                                 


এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য হাসপাতালের সুপার ডা. জয়ন্ত কুমার রাউতকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।


অন্যদিকে, মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে উঠেছে মেয়াদউত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। এই ঘটনায়, পুরসভার স্বাস্থ্য দফতরের ৩ চিকিৎসক-সহ ৫ জনকে শো-কজ করলেন চেয়ারম্যান। পাশাপাশি ২ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত। তিনি মেদিনীপুর পুরসভার প্রাক্তন কর্মী। তাঁর দাবি, গত ২৮ অক্টোবর তিনি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে যান। তাঁর অভিযোগ, সেখান থেকে প্রেসারের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, সেগুলিই ছিল মেয়াদ উত্তীর্ণ। 


আরও পড়ুন, 'নিম্নমানের সামগ্রী' দিয়ে রাতের অন্ধকারে রাস্তা বানানোর অভিযোগ, তুমুল বিক্ষোভ স্থানীয়দের


এই অভিযোগ সামনে আসার পর রীতিমতো আলোড়ন পরে যায়। মেদিনীপুরের পুরপ্রধান জানিয়েছেন, এই ঘটনায়, ৩ চিকিৎসক-সহ স্বাস্থ্য দফতরের ৫ কর্মীকে শোকজ করার পাশাপাশি, পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারকে নিয়ে ২ সদস্যর তদন্ত কমিটি তৈরি করা হয়েছে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে