বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্য বইতে কেন এখনো থাকবে নিয়োগ দূর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের নাম, এবার সেই নিয়েই প্রশ্ন তুললো বিজেপি ও সিপিএমের শিক্ষক সংগঠন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা।  এই নিয়ে সমাজ মাধ্যমেও সরব হয়েছেন একাধিক ব্যাক্তি। তবে এই ই্যসুতে বিরোধীদের জবাব দিয়েছেন রাজ্যের শাসকদলের শিক্ষক সংগঠন।


ইতিহাস বই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাম- বিজেপি


 নিয়োগ দূর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার,  তার ঘনিষ্ঠ বন্ধবীর দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার কয়েক কোটি টাকা , সোনা এবং দলিল। আর সেই পার্থ চট্টপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে রাজ্য সরকার থেকে তৃণমূল কংগ্রেস দলও। এই আবহে এবার মধ্য শিক্ষা পর্ষদের ইতিহাস বই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাম- বিজেপি। কিন্তু কী আছে ক্লাস এইট-র ইতিহাস বইতে?


গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বেন ?


 ক্লাস এইটের 'অতীত ও ঐতিহ্য' শীর্ষক ইতিহাসের পাঠ্যবইয়ের ১৬২ ও ১৬৩ পৃষ্ঠায় রয়েছে কৃষিজমির অধিকার: সিঙ্গুর আন্দোলন শীর্ষক বিষয়বস্তু। ১৬৩ নং পৃষ্ঠায় দ্বিতীয় অনুচ্ছেদে লেখা রয়েছে,  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিনের সেই আন্দোলনের সঙ্গী ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। আর নিয়োগ দূর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বেন তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আর এই নিয়েও সমাজ মাধ্যমে সরব হয়েছেন একাধিক ব্যাক্তি।


'চোরেদের গল্প এখনই সিলেবাস থেকে হঠাতে হবে''


কেউ লিখেছেন, ' চোরেদের গল্প এখনই সিলেবাস থেকে হঠাতে হবে'। কেউ লিখেছেন, 'অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পড়তে হচ্ছে আজও ছাত্রদের। উচ্চশিক্ষা দপ্তরের উচিত দ্রুত পাঠক্রম সংশোধন করা।' আবার কেউ লিখেছেন,' অষ্টম শ্রেণির ইতিহাস বইটা দরকার,  কেউ দিতে পারবেন। ' তবে এই ইস্যুতে একযোগে আক্রমণ শানিয়েছেন বাম বিজেপির শিক্ষক সংগঠন। এমনকি তারা পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ পাঠ্য বই থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। তবে বিরোধীরা যতই  পার্থ চট্টোপাধ্যায় ই্যসুতে সুর চড়াক না কেন, তাতে আমল দিচ্ছে না শাসক দলের শিক্ষক সংগঠন।