খড়গপুর: খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। খড়গপুর স্টেশন ঢোকার মুখে মেদিনীপুর-হাওড়া লোকাল বেলাইন। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি বগি। পৌনে ৯টা নাগাদ হঠাৎ বেলাইন লোকাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক। কীভাবে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল? এখনও ধোঁয়াশা।


করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Tragedy) বিপর্যয়ের আতঙ্ক এখনও কাটেনি। ইতিমধ্যেই একের পর এক ট্রেন দুর্ঘটানর খবর এসেছে। আজই আতঙ্ক বাড়িয়ে দক্ষিণ-পূর্ব রেলপথে ফের একবার ঘটন দুর্ঘটনা ঘটেছে। পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচে আগুন দেখা যায়। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন বলে জানায় ইস্ট কোস্ট রেলওয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।


রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের চেন টানার পর ব্রেক ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্য়াডের সংঘর্ষেই আগুন ছড়ায়। তবে কোচের মধ্যে আগুন ছড়ায়নি। আর স্বস্তির খবর এই যে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনে আগুন লাগার জেরে তৎক্ষণাৎ তা প্রথমে থামিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ শুরু হয় যার পরে।য আগুন নিয়ন্ত্রণে আনার পরে  ফের একব্র বিস্তারিত পর্যবেক্ষণের শেষে রাত ১১ টা নাগাদ গন্তব্যের পথ ধরে পুরী-দুর্গ এক্সপ্রেস। মাঝে ফের একবার ট্রেনে আগুন ও তার জেরে ঘণ্টাখানেকের আতঙ্কের আবহ অবশ্য রয়েগিয়েছে ট্রেনযাত্রীদের মধ্যে।


অন্যদিকে গতকাল সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটে। পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে ভেঙে যায় প্যান্টোগ্রাফ। সন্ধে ৬ থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে যায় হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেল যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়েন সড়ক পথের যাত্রীদেরও। প্যান্টোগ্রাফ ভাঙার ঘটনা এই প্রথম নয়। চলতি মাসেই আরও একবার এই দুর্ঘটনা ঘটেছিল। 


আতঙ্কের রেল সফর যেন কাটছেই না। বারবার ভেঙে পড়ছে প্যান্টোগ্রাফ। এর আগে আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে রইল আপ কোল ফিল্ড এক্সপ্রেস (Coal Field Express ) । চূড়ান্ত দুর্ভোগের শিকার হন রেলযাত্রীরা।


বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার দাগ এখনও দগদগে। এরই মধ্যে ফের রেলযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত হল রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। আটকে রইলেন যাত্রীরা। 


রেল সূত্রে খবর, এর আগেরবার এদিন আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। শুরু হয় মেরামতির কাজ। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'।