প্রদ্যোৎ সরকার, নদিয়া: বাংলাভাষী বনাম বাংলাদেশি বিতর্কের মধ্যেই ফের ভিন রাজ্যে আটক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। এবার বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিক। পরিবারের অভিযোগ, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও মেলেনি রেহাই। তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। 

কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি। পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে ওঁরা আজ পরিযায়ী। জীবন-জীবিকার সন্ধানে এ রাজ্য থেকে কেউ মহারাষ্ট্র, কেউ উত্তরপ্রদেশ, কেউ হরিয়ানায় কর্মরত। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের একাংশকে হেনস্তার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্য়াকের অভিযোগও এসেছে। এই আবহে ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ভিন রাজ্যে আটক করা হল। বাংলাদেশের নাগরিক সন্দেহে এবার হরিয়ানায় আটক নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে খবর, তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থেকে এই শ্রমিকরা বেশ কয়েক বছর আগে হরিয়ানায় কাজ করতে যান। অভিযোগ, দিনকয়েক আগে বাংলাদেশি তকমা দিয়ে ওই পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়। অভিযোগ, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও রেহাই মেলেনি। ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন তাঁরা। তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় বিষয়টি জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র তুলে দিয়ে মুক্তির আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

গত সপ্তাহেও বিজেপিশাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে নদিয়ার চাপড়া থেকে যাওয়া কয়েকজন পরিযায়ী শ্রমিককে। পেট চালাতে এই এলাকার অনেকেই ১৫ বছর ধরে হরিয়ানায় বসবাস করেন। কেউ পরিযায়ী শ্রমিক, তো কেউ লোহার ছাট কেনাবেচার কাজ করেন। এলাকার বাসিন্দাদের দাবি, দিনকয়েক আগে তাদেরই কয়েকজনকে বাংলাদেশের নাগরিক সন্দেহে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ আটক করেছে। একাধিক নথি দেখালেও ছাড়া তো হয়ইনি, উল্টে বাংলাদেশে পুশব্যাকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

ভিন রাজ্যে বাংলা ভাষীদের আক্রমণের অভিযোগ উঠেছে আগেই। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ইস্যুতে পথে নেমেছে তৃণমূল। গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ান। একুশের সভা মঞ্চ থেকে ইস্য়ুতেই সরব হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের। কই তাঁদের তো কোনও অসুবিধা হয় না। তাহলে আপনারা কেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই।''