অনির্বাণ বিশ্বাস, কলকাতা : প্রায় সাড়ে ৩ বছরের অপেক্ষার অবসান। নাম বদলে নতুনভাবে নতুন রূপে ফের খুলল মিলন মেলা প্রাঙ্গন (Milan Mela Prangan)। নতুন নাম হল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ (Biswa Bangla Mela Prangan)। সোমবার যা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 


নবরূপে আন্তর্জাতিক মানের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ


বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণকে খোলনলচে বদলে দিতে কাজ শুরু হয় ২০১৮ সালে। ২২ একর জমিতে ২টি সুবিশাল প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে।  দুটি প্যাভিলিয়নের মাঝে রয়েছে বিজনেস ব্লক (Business Block), মিটিং হল (Meeting Hall) এবং VIP ফুড কোর্ট (Food Court)। পিছনে ১১০০ চার চাকা গাড়ির পাশাপাশি ৮০০টি টু হুইলার রাখার মতো চারতলা পার্কিং লট (Parking Lot)। পরিবেশবান্ধব গাড়ির (Eco Friendly Cars) ক্ষেত্রে চার্জিং পয়েন্টের (Charging Points) ব্যবস্থাও করা হয়েছে। উদ্বোধন করার মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পর রাজ্যের মুকুটে নতুন পালক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ।'


নতুনত্বের ছোঁয়া


বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের দক্ষিণমুখী অর্থাৎ সায়েন্স সিটির (Science City) দিকের গেটের সামনে তৈরি করা হয়েছে ৬০ ফুট উঁচু বিশ্ববাংলা টাওয়ার (Biswa Bangla Tower)। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব (Biswa Bangla Globe)। সেই গ্লোব থেকে লেজার বিচ্ছুরিত হচ্ছে গোটা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে। সন্ধেয় দুটি প্যাভেলিয়নের সামনের আচ্ছাদনে জার্মানি থেকে আনা টেনসিল ফেব্রিকে প্রতিফলিত হয় পশ্চিমবঙ্গের নানা ঐতিহ্যের ছবি। 



বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন


জমির সমস্যা মেটানোর পাশাপাশি শিল্পের পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতেও পদক্ষেপ করছে রাজ্য সরকার। মাঝে করোনার জেরে বন্ধ থাকার পর চলতি বছরে ফের বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আগামী ২০-২১ এপ্রিল নবরূপে সজ্জিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে বিজিবিএসের আসর।


আরও পড়ুন- 'জমি-জমার সমস্যায় ছুটতে হবে না ল্যান্ড অফিসে' সমাধানের খোঁজ মুখ্যমন্ত্রীর