মুম্বই: টিনসেল টাউন ফের সেজে উঠছে। বিয়ের সানাই বাজল বলে। দিন দুই পরেই শুরু অনুষ্ঠান। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই বলি তারকা রণবীর কপূর ও আলিয়া ভট্ট (Ranbir Kapoor and Alia Bhatt Marriage)। আর এই হাইভোল্টেজ বিয়েতে কে কে আসবেন? প্রকাশ্যে এল সেই তালিকা (guest list)।
রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা
সূত্রের খবর, বেশ ঘনিষ্ঠভাবেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন খুব কাছের লোকজনই। শুধু কাছের বন্ধুরা ও পরিবারের লোকজনই হাজির হবেন বিয়ের অনুষ্ঠানে। আলিয়ার ভাই রাহুল ভট্টের (Rahul Bhatt) কথায়, 'রণালিয়া'র বিয়ের আমন্ত্রিতের তালিকায় মাত্র ২৮ জনের নাম রয়েছে। প্রত্যেককে চেম্বুরে (Chembur) আর কে হাউজ (RK House) পর্যন্ত একটি বাসে করে নিয়ে যাওয়া হবে।
বিয়ের পোশাক এসে পৌঁছল
সোমবার রণবীরের বাড়ির বাইরে একটি গাড়িতে ভর্তি সব্যসাচীর ডিজাইন করা পোশাক দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে তা এসেছে বর ও কনের জন্যই।
আগেই শোনা গিয়েছিল, অন্যান্য তারকা কনেদের মতোই আলিয়াও বিশেষ দিনে সাজবেন সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi) ডিজাইন করা লেহঙ্গায়। ফলে এদিন তাঁদের বাড়ির সামনে সব্যসাচীর লেবেল সেই জল্পনাই উস্কে দেয়।
রণবীর-আলিয়ার বিয়ে
সূত্রের খবর, রণবীর কপূর ও আলিয়া ভট্ট বিয়ে সারবেন আরকে হাউজে, চার দিন ব্যপী অনুষ্ঠানে। ১৩ এপ্রিল থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রথমে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১৪ এপ্রিল সঙ্গীত ও ১৫ তারিখে বিয়ে হবে বলে জানা যাচ্ছে।
শোনা যাচ্ছে, ১৭ এপ্রিল বড় করে রিসেপশন পার্টিরও ব্যবস্থা করা হয়েছে।
রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তা প্রসঙ্গে রাহুল ভট্ট
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট জানান যে, মুম্বইয়ের সেরা সিকিউরিটি কোম্পানি থেকে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়েছে। ২০০ বাউন্সারকে বিয়ের দিন নিয়োগ করা হচ্ছে। এছাড়াও সমস্তরকম নিরাপত্তার জন্য মুম্বইয়ের সেরা সিরিউরিটি ফোর্স যার নাম ৯/১১ এজেন্সি, সেখান থেকে রণবীর-আলিয়ার বিয়েতে নিরাপত্তারক্ষীরা থাকতে চলেছেন। নিরাপত্তারক্ষীরা আরকে স্টুডিও ছাড়াও রণবীর-আলিয়ার নতুন বাড়িতেও মোতায়েন থাকবেন।