কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর সামনে হাজিরা দিলেন CPM-এর যুব সংগঠন DYFI-এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে আবার যদি ডাকা হয় তাঁকে, হাজিরা দেবেন তিনি। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন মীনাক্ষী। (Minakshi Mukherjee)


বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন মীনাক্ষী। প্রায় দু'ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI. সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মীনাক্ষী। তিনি বলেন, "তদন্তে সহযোগিতা করেছি। গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ এই নৃশংস ঘটনার বিচার চাইছেন। নিজের হাসপাতালে, নিজের বিভাগে একজন ডাক্তার খুন হয়ে যাবেন, তা দেখে সকলে চুপ করে বসে থাকবেন, তা হয় না।" (RG Kar Case)


মীনাক্ষী আরও বলেন, "আবার ডাকলে, আবার আসব। নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। তদন্তে যে কোনও রকমের সাহায্য করতে প্রস্তুত আমরা। প্রথম দিন থেকে রাস্তায় রয়েছি, আগামীতেও থাকব। সাধারণ মানুষকেও বলব, রাস্তায় থাকুন। আইনি লড়াই চলবে, লড়াই চলবে রাস্তাতেও। নির্যাতিতার দোষীদের শাস্তি চাই।"


গত ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ হাসপাতাল থেকে বের করা হয়। তড়িঘড়ি দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে বলে ওঠে অভিযোগ। সেই সময় শববাহী গাড়ি বের করে নিয়ে যাওয়ায় বাধা দেন মীনাক্ষী এবং দলের অন্য নেতা-কর্মীরা। সেই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই সূত্রেই এদিন সিবিআইকে ডেকে পাঠানো হয়। আগেই বার্তা পাঠিয়ে মীনাক্ষীকে আসতে বলেছিল CBI. কিন্তু বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি। এদিন শেষ পর্যন্ত পৌঁছন সিজিও কমপ্লেক্সে। 


আর জি কর কাণ্ডের তদন্ত এই মুহূর্তে CBI-এর হাতে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে। পাশাপাশি, কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠকের পর, গতকাল নবান্নেও দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা। কিন্তু বৈঠকের মিনিটস নিয়ে জটিলতার জেরে বৈঠক হতাশ চিকিৎসকরা। এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু খবর আসছে, অবস্থানস্থলের তাঁবু খুলে নিচ্ছেন ডেকরেটররা। পুলিশের চাপেই মঞ্চ তাঁবু খুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই নিয়েও এদিন মুখ খোলেন মীনাক্ষী। জুনিয়র ডাক্তার এবং আন্দোলনকারীদের উপর যদি একটা হাতও পড়ে, মানুষ ছেড়ে দেবেন না। আর জি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ, তা নিয়ে সরকার কী করেছে এখনও পর্যন্ত, সেই নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষী।