রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: সিপিএম, কংগ্রেস, বিজেপিকে কীভাবে জব্দ করতে হয় জানা আছে। এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক (TMC MLA) শনিবার প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন (Erosion) পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়েন সেচ প্রতিমন্ত্রী। রবিবার, তারই প্রতিবাদে সভা করল তৃণমূল (Trinamool)। সোমবার পাল্টা মিছিলের ডাক দিয়েছে সিপিএম (CPIM)।
বিক্ষোভের মুখে মন্ত্রী প্রতিবাদে সভা তৃণমূলের: মুর্শিদাবাদের প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে শনিবার বিক্ষোভের মুখে পড়েন সেচ প্রতিমন্ত্রী। মন্ত্রীর সামনেই বিক্ষোভ থেকে ধস্তাধস্তি, ইটবৃষ্টিতে রক্তারক্তিকাণ্ড বেধে যায়। তৃণমূল অভিযোগ করে, বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। অভিযোগের ভিত্তিতে, ধূলিয়ান এরিয়া কমিটির সদস্য হারুণ অল রশিদকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, শনিবারের ঘটনার প্রতিবাদে রবিবার, একই জায়গায় সভা করে শাসকদল। সিপিএমের বিরুদ্ধে সুর চড়ান সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম।
অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের: বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু মানুষের যন্ত্রণা মেটে না। এবছরও ভাঙনের কবলে অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের। লাগাতার ভাঙন হচ্ছে। যা নিয়ে ক্ষোভ জন্মেছে অসহায় মানুষদের মনে। সামশেরগঞ্জে গঙ্গায় (Ganges) ভয়াবহ ভাঙন (Erosion)। তলিয়ে গেল একাধিক বাড়ি। প্রতাপগঞ্জে (Shibpur) গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার। বিপজ্জনক পরিস্থিতিতে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এখন ভিটে ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন। শুধু প্রতাপগঞ্জই নয়, একইভাবে ভাঙনের কবলে পড়েছেন শিবপুরের বাসিন্দারা। গঙ্গার বক্ষে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি।
সিপিএমের বিরুদ্ধে সুর তৃণমূল বিধায়কের: সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “আমরা কী দেখলাম, যে সিপিএম, সেখানে একটা বিক্ষোভের নাটক করল মন্ত্রীকে অপমান করার, আক্রমণ করার চেষ্টা করল। আমাদের এই তৃণমূল কংগ্রেস কর্মীদের বলি, যে কালকে সিপিএম, কোথাও সভা করবে, আর সভাটার ওখানে গিয়ে বিক্ষোভ দেখাও। সিপিএম পারবে? পারবে তো? কংগ্রেস পারবে? বিজেপি পারবে? পারবে না।’’ মন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় সিপিএমকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। পাল্টা জবাব সিপিএমের। এদিকে, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে ওই একই জায়গায় সোমবার পাল্টা মিছিলের ডাক দিয়েছে সিপিএম।
আরও পড়ুন: North 24 Parganas News: পারিবারিক বিবাদের জের! এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ দেগঙ্গায়