কলকাতা: 'মন্ত্রিসভা আর মাধ্যমিকের টপ টেন এক নয়'। তাপস রায়ের (Tapas Roy) মন্ত্রিত্ব-আক্ষেপ প্রসঙ্গে মন্তব্য কুণাল ঘোষের (Kunal Ghosh)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "মন্ত্রিসভা গঠনের সময় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব রাখতে হয়। ফলে যোগ্য হলেও অনেককে মন্ত্রিসভার বাইরে থাকতে হয়।''
কী বলেন তাপস রায়?
ফের বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের (Tapas Roy)। এবার দলের বিধায়ক, সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক (TMC MLA)। বরানগরে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাপস রায় বলেন, মন্ত্রিসভায় আমার জায়গা হয়নি। অথচ যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে। একইসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, নতুন প্রজন্মের মন্ত্রী, সাংসদ, মেয়র, চেয়ারম্যানদের সকলের যোগ্যতা রয়েছে বলে মনে করি না। ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক।
দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের একাংশের যোগ্যতা নিয়েই এবার প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই সঙ্গে মন্ত্রিসভায় তাঁর জায়গা না হওয়া নিয়েও একরাশ ক্ষোভ শোনা গেছে বরানগরের তৃণমূল বিধায়কের গলায়। তাপস রায়ের অভিযোগ, 'আমার মন্ত্রিসভায় স্থান হয়নি, ১২ বছরে আড়াই বছর মন্ত্রী ছিলাম, তার আগেও ছিলাম না, তার পরও নেই। দেখেছেন কখনও সিনসিয়ারিটির অভাব ? সিরিয়াসনেসের অভাব ? সময়ের অভাব ? সময় দেওয়ার অভাব ? দেখেছেন কখনও ? আমার থেকে বহু যোগ্যতায় ধারেকাছে নেই, তারা সব মন্ত্রী।'
এই প্রেক্ষিতে এদিন কুণাল ঘোষ বলেন, "মন্ত্রিসভা যখন গঠন হয়, অনেক যোগ্য মানুষ মন্ত্রিসভায় থাকেন, আবার অনেকে থাকতে পারেন না। গঠনের সময় দেখতে হয় সমাজের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব। রাজ্যের সব প্রান্তের মানুষের প্রতিনিধিত্ব দেখতে হয়। মন্ত্রিসভা আর মাধ্যমিকের টপ টেন এক নয়।''
আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?