রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: রাতে বৃদ্ধ দম্পতির (couple) বাড়ি (house) লক্ষ্য করে বোমা (bomb) ছোড়ার অভিযোগে তুমুল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার (south 24 parganas) বারুইপুরে (baruipur)। বিস্ফোরণে চুরমার হয়ে গেল দোতলার জানালার কাচ। দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ। অবাধ দুষ্কৃতী (miscreants) দৌরাত্ম্যের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায়। গোটা ঘটনায় আতঙ্কে প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক (ex official) ও তাঁর স্ত্রী।


কী জানা গেল?
বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিকুঞ্জবিহারী দাস নামে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়িতেই হামলা চলেছে বলে অভিযোগ। তিনি জানাচ্ছেন, গত কাল রাত সাড়ে এগারোটা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁর ধপধপি রোড লাগোয়া বাড়ির জানালা লক্ষ্য করে বোমা ছোড়ে। পরপর দুটি বোমা ছোড়া হয় বলে দাবি। ধোঁয়ায় ভয়ে যায় ঘর। কিছু অংশে আগুনও লেগে গিয়েছিল বলে উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু কেন এমন হামলা? প্রোমোটিং সংক্রান্ত বিবাদ? নাকি লুঠের চেষ্টা? নাকি পুরনো কোনও আক্রোশ? বোমা-হামলার কারণ এখনও স্পষ্ট নয়। দম্পতির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃদ্ধ দম্পতিকেও। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। যদিও ফেটে যাওয়া বোমার কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, দিনদুয়েক আগেই বারুইপুরে অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 


কী ঘটেছিল?
দিনদুয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ২ অভিযুক্তকে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ পায় পুলিশ। বস্তুত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মাসখানেক আগে সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগমের সামনেই গুরুতর অভিযোগ আনা হয়। খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মন্ডল সে বার প্রকাশ্য জনসভায় দাবি করেন, বারবার নরেন্দ্রপুর থানার আইসি কে জানিয়েও এলাকায় মদ, সাট্টা ও জুয়ার ঠেক বন্ধ হয়নি। পুলিশ আসে মদ, সাট্টা ও জুয়ার ঠেক থেকে টাকা নিয়ে চলে যায়। যার জেরে বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় আসছে দুষ্কৃতীমূলক কাজকর্ম করে বেরিয়ে যাচ্ছে। এর জেরে বেশ কিছুটা অস্বস্থিতে পড়েন স্থানীয় বিধায়ক ফেরদৌসী বেগম। তিনি সাংবাদিকদের জানান এই ঘটনা নিয়ে তিনি মার্চ পিটিশন করবেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে এবং অবিলম্বে তদন্ত করে এলাকার অসামাজিক কাজকর্ম বন্ধের আবেদন করবেন।


আরও পড়ুন:স্তম্ভে ধাক্কা মেরে উল্টোল গাড়ি, পার্ক সার্কাসের দুর্ঘটনায় ফের মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ