সুদীপ চক্রবর্তী ও নান্টু দে, উত্তর দিনাজপুর: রায়গঞ্জ (Raiganj) শহরে দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ, বাইক চালিয়ে ক্লাবের মণ্ডপে (Durga Puja 2022) ঢুকে যায় একাধিক দুষ্কৃতী। বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ ক্লাবের সদস্যদের।
ক্লাবে দুষ্কৃতী তাণ্ডব
দুষ্কৃতীরা বাইক চালিয়ে ক্লাবের মধ্যে ঢুকে যাওয়ায় ক্লাব সদস্যরা প্রতিবাদ করে। এরপরই ক্লাব সদস্যদের মারধর করার অভিযোগ উঠল ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের অনুশীলনী ক্লাবে। আগ্নেয়াস্ত্রের আঘাতে মাথায় চোট পান অনুশীলনী ক্লাবের সদস্য সুজন পাল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এক দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আহত সদস্য সুজন পালের কথায়, 'আমরা বিসর্জন না দিয়ে প্রতিমা রেখে দিয়েছিলাম কার্নিভালের জন্য। দর্শকরা দুই দিন বৃষ্টির জন্য ঠাকুর দেখতে পারেননি। তাই প্রচুর লোক এসেছিলেন। হঠাৎ করে তিনটে বাইক এসে মণ্ডপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। প্রত্যেকে মদ্যপ ছিলেন। বাইক বের করতে চাননি। বুঝিয়ে বের করা হয়। আধ ঘণ্টা পর ৮ থেকে ১০ জন এসে প্যান্ডেলে তাণ্ডব চালায়। যারা আমরা সদস্যরা ছিলাম, নারী পুরুষ নির্বিশেষে সকলের ওপরে অস্ত্র নিয়ে হামলা করে। আমার মাথা ফেটে যায়। আমার ৫ বছরের বাচ্চার মাথা ফুলে গেছে। সুষ্ঠুভাবে পুজো হয়েছে সেটাই ওদের পছন্দ হয়নি। সমাজে তাণ্ডবনৃত্য চালিয়ে রাজত্ব করতে চায়। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সুবিচার পাব বলে আশা করছি। গতকাল পাড়ার লোক সঠিক সময়ে বেরিয়ে এসে বাঁচিয়েছেন আমাদের।'
আরও পড়ুন: Dona Ganguly: শারীরিক অবস্থার উন্নতি, আজ সন্ধেয় হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ডোনা গঙ্গোপাধ্যায়কে
ক্লাব সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কিছু দুষ্কৃতী বাইক চালিয়ে পুজো মণ্ডপে ঢুকে যায়। তাদেরকে বাধা দিলে তাদের উপর দুষ্কৃতীরা চড়াও হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আর দুষ্কৃতীরা ক্লাব থেকে চলে যায়। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন ফের বাইকে করে আচমকাই এসে ক্লাবের সদস্য সুজন পালকে বেধড়ক মারধর করে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।