কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হইহই করে চলছে মিঠুন ( Mithun Chakraborty ) -দেব (Dev ) অভিনীত প্রজাপতি ( Projapoti ) । এই ছবি যেমন জবরদস্ত স্টার কাস্টের জন্য জনতার মন টেনেছে, তেমনই শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক বিতর্কের কারণে। শহরের সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা পায়নি ছবিটি। তারপরই এসে পড়েছে প্রত্যাশিত প্রশ্নই। তবে কি অধুনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আছেন, বলেই এ ছবির জায়গা হল না নন্দনে? এ নিয়ে মিঠুনকে নিশানা করে আক্রমণ শানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন :
Kunal Ghosh: 'মিঠুনের ফ্লপ অভিনয়ে দাগ কাটেনি ছবি, হিট করতে বিতর্ক বিজেপির'
মিঠুন কী মনে করেন? কেন প্রজাপতির জায়গা হল না সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে ? 'মহাগুরু'র সপাট জবাব 'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই' । তার আগে তিনি মন্তব্য করবেন না। প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। বললেন, নবীনা , পূরবী এই সব হলে ছবি দেখে বড় হয়েছেন। তাই নন্দন আলাদা কিছু নয়। সব জায়গায় হই হই করে টিকিট কেটে ছবি দেখছে মানুষ, মন্তব্য মিঠুন চক্রবর্তীর।
কুণাল ঘোষ আক্রমণ করে বলেছিলেন, তিনি বলেন, 'গরুর দুধ থেকে সোনা মডেলে দিলীপ ঘোষ সমালোচনা করছেন। আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে'। এর জবাব মিঠুন দিলেন কড়া ভাষায়। বললেন, 'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না। ' তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। সেই সঙ্গে দাবি, 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন, ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে'। সেই সঙ্গে তৃণমূল মুখপাত্রকে উদ্দেশ্য করে মিঠুনের হুঁশিয়ারি, 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।'
পাশে দাঁড়িয়ে সুর মেলান দেবও। তিনি বলেন, 'মানুষ হইহই করে ছবিটা দেখছে। এর চেয়ে বড় জবাব আর হয় না' প্রজাপতির সাফল্য নিয়ে মন্তব্য অভিনেতা প্রযোজক দেবের।