উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : হুঙ্কার পাল্টা হুঙ্কারের পালা। ২৬ এর বিধানসভা ভোট এখনও বহু দেরি। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল তর্জন গর্জন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের পুরনো একটি মন্তব্যকে টেনে এনে গর্জে উঠলেন বিজেপির অভিনেতা - নেতা মিঠুন।
হুমায়ুন কবীরের বলেছিলেন, 'কত ধানে কত চাল হয়, দু'ঘণ্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছ? কিন্তু যদি ভেবে থাকো যে ৩০% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা ৭০%।'
সেই মন্তব্যকেই টেনে এনে মিঠুন পাল্টা তোপ দাগলেন। বললেন, 'আমাদের এখানকার এক নেতা বলেছেন যে আমরা ৭০ শতাংশ মুসলিম রয়েছি, ৩০ শতাংশ হিন্দু, এদেরকে কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব। আমরা ভেবেছিলাম মুখ্য়মন্ত্রী কিছু তো বলবেন। কেউ কিছু বলেননি ... তুমি কেটে ভাগিরথীতে ফেলে দেবে। কিন্তু একদিন আসবে যখন আমরা তোমাদের ভাগিরথীতে নয়, কারণ ভাগিরথী আমাদের মা। তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব। '
মিঠুন আরও বলেন, 'তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব। বারবার বলছি, কুছভি করেঙ্গে, কুছভি। যদি ওরা আমাদের হিন্দু ভোটারদের ভোট না দিতে দেয়, তো পরের বছর আমরাও তৈরি হব যাতে আপনাদের ভোটাররাও যাতে ভোট না দিতে পারে। এটা মিঠুন চক্রবর্তী বলছে। মিঠুন চক্রবর্তী, অভিনেতা নয়। ১৯৬৮-র মিঠুন চক্রবর্তী এটা বলছে।'
মিঠুন চক্রবর্তীকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। 'আমি শুধু হিন্দু সম্প্রদায়কে এভাবে আক্রমণ করিনি। আমি শুধু বিজেপিকে আক্রমণ করেছি। ৭৩ বছরের মিঠুন চক্রবর্তী, তিনি আবার অনেক দিন পরে ঘুমন্ত বাঘ যেমন জেগে ওঠে। সেরকম তিনিও আবার বলছেন , পশ্চিমবাংলার মসনদে বসা স্বপ্নেও সফল হবে না। আরেকবার আপনাকে ঈশ্বরের কাছে আরাধনা করতে হবে। আরেকবার আপনি জন্মগ্রহণ করে আসুন। তারপরে দেখবেন, বাংলার মুখ্যমন্ত্রীর গদিটা পাওয়া যায় কি না।'
আরও পড়ুন :
'কলকাতা মায়ের শহর, এখানে এমন ভাবতেই পারছি না'', আর জি কর ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে