কলকাতা: ২ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণে নতুন জটিলতা। বিধানসভার ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল (Governor C V Anand Bose)। স্পিকার থাকতে কেন ডেপুটি? সেই প্রশ্ন তুলেছেন ডেপুটি স্পিকার। দায়িত্ব নিতে নারাজ আশিস বন্দ্যোপাধ্যায়।

ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল:
ফল ঘোষণার ১ মাস পার, কবে হবে নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ? কোথায় শপথ নেবেন বরানগর ও ভগবানগোলার দুই জয়ী তৃণমূল প্রার্থী? বিধানসভা না রাজভবন?এনিয়ে, টানাপোড়়েন চলছে তো চলছেই। বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান চালিয়ে যাচ্ছেন বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা নতুন মোড় নিল। রাজ্যপাল দায়িত্ব দিলেও, শপথগ্রহণ করাবেন না, বলে জানিয়ে দিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে শপথের দায়িত্ব না দিয়ে, তাঁকে দেওয়ায় রাজ্য়পালের নির্দেশ মানবেন না বলে জানিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার।

এই অবস্থায়, এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজভবনের তরফে বলা হয়, জয়ী ২ তৃণমূল প্রার্থীর অনুরোধ মেনে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্য়ায়কে দায়িত্ব দেওয়া হল। তাঁর উপস্থিতিতে বিধানসভাতেই শপথ নিতে পারবেন ২ জন। এর পাশাপাশি, শপথগ্রহণ অনুষ্ঠানে দেরি হওয়ার কারণ হিসেবে বিধানসভার অধ্যক্ষের বক্তব্যকেই দায়ী করেছেন রাজ্যপাল। তাঁর কর্তৃত্বকে অবমাননা করা হয়েছে বলেও সোশাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন রাজ্যপাল।


শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। দুপুরে অধিবেশন। তার আগে বারোটার সময় বিজনেস অ্যাডভাইসারি বা BA কমিটির বৈঠক। এই বৈঠকেই কী নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে কোনও সিদ্ধান্ত হবে? এদিন বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "যা হবে সব কালকে হবে, আজ এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে ১২টার সময় বসব বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কী হবে না হবে। + আমাদের আইন অনুযায়ী সমাধান হবে। রাজ্যপালের হাতে বিধানসভা পরিচালিত হবে, বিষয়টা এরকম নয়। আমি এটুকুই বলতে পারি। যদি কেউ মনে করে যে আমরা অসহায় হয়ে গেছি, তাঁর ভুল ধারণা।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: North 24 Parganas:'কালকের মধ্যে দখলমুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে' সতর্কবার্তা তৃণমূল বিধায়কের