সুনীত হালদার, হাওড়া: ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য 'উপহার' পূর্ব রেলের (Eastern Railways Inaugurates New Local Train)। আজ, শুক্রবার, হাওড়া (Howrah station) স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। ১২ কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা বাড়ানো হয়েছে বলে খবর।
কী ব্যবস্থা থাকছে?
ইস্পাতের তৈরি এই ট্রেনের প্রত্যেকটি কামরায় সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম লাগানো হয়েছে। মহিলাদের কামরায় থাকবে প্যানিক বাটন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে মহিলারা সরাসরি ট্রেনের চালককে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া বেশ কয়েকটি কামরায দেশনায়ক এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে সাজানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে যাত্রীদেরও অনুরোধ জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। আর্জি, তাঁরা যেন ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। কারণ এটা জাতীয় সম্পদ। ডিআরএম আরও জানান, ধীরে ধীরে অন্যান্য লোকাল ট্রেনের কামরাগুলিরও পরিবর্তন করা হবে।
উপহার নতুন বছরের প্রথম দিনে...
সাল শুরুর প্রথম দিনেও রেলের তরফে উপহার পেয়েছিলেন এ রাজ্যের মানুষ। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী তাঁর বক্তব্যে জানান যে, উত্তরবঙ্গজুড়ে ২৬টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করবে রেল মন্ত্রক। পাশাপাশি পশ্চিমবঙ্গজুড়ে ৯৮টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। বেলা বারোটা নাগাদ ট্রেনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্যরা।
গত ৩০ ডিসেম্বর মালদা স্টেশন থেকে চালু হয় অমৃত ভারত এক্সপ্রেস। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা রয়েছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা থাকছে অমৃত ভারত এক্সপ্রেসে। যেদিন সকালে যাত্রা শুরু করবে তার পরের রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। এতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা।
আরও পড়ুন:অন্য রকম আওয়াজের জন্য স্কুলে গানের ক্লাস থেকে বের হতে হয়েছিল, সেই উষা উত্থুুপই পদ্মভূষণ আজ