সঞ্চয়ন মিত্র, কলকাতা: সময়ের আগেই আন্দামান (Andaman) সাগরে ঢুকল বর্ষা (Monsoon)। সময়ের আগেই ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। আন্দামান-কেরলের (Kerala) পথে বাংলাতেও (West Bengal) কি আগে ঢুকছে বর্ষা? এই প্রশ্নের উত্তর খুঁজছে আবহবিদেরা। এদিকে এরই মধ্যে উত্তরভারতের জন্য সুখবর দিল মৌসম ভবন। ১৭ মে-র পরে রাজস্থান, পাঞ্জাব, দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম।                    


সেই ধারা মেনে বাংলাতেও কি এগিয়ে আসছে বাংলা?               


আবহাওয়া সূত্রে খবর, কেরলে এখনও বর্ষা ঢুকতে কিছুটা দেরি আছে। সাধারণভাবে পয়লা জুন কেরলে বর্ষা ঢুকে থাকে। এবারে আবহাওয়া মণ্ডলের যা পরিস্থিতি তাতে ভারতের মূল ভূখণ্ডে আগেই বর্ষা ঢুকে যাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বর্ষার মেঘ, তা ইতিমধ্যেই আন্দামান-নিকোবরকে ঘিরে ফেলেছে। কেরলের পরে বাংলার ভাগ্যও একই হতে চলেছে সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে।  


আরও পড়ুন, বাড়ি বিপর্যয়ের মধ্যেই এবার বউবাজারে জলসঙ্কট! 


একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ভিজতে পারে সবকটি জেলা।  গত সপ্তাহ থেকেই প্রায় প্রতিদিনই বৃষ্টি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। তবে কি সময়ের আগেই বাংলায় প্রবেশ করবে বর্ষা। সে বিষয়ে যদিও এখনও সদুত্তর মেলেনি৷ কেরলে বর্ষা ঢুকছে চলতি মাসের ২৭ তারিখ। স্বাভাবিক নিয়েমে বর্ষা আসের চার দিন আগে প্রবেশ ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। যদি পূর্বাভাস মিলে যায়, তাহলে ২০০৯ সালের পর এত আগে এমনটা ঘটেনি বলা যায়।


এদিকে, পারদের মাত্রাছাড়া বাড়বাড়ন্তে দেশে গরমে রেকর্ড৷ সাম্প্রতিক বছরে এমন দাপট দেখা যায়নি। ভারত সহ বেশ কয়েকটি দেশ মারাত্মক তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। বৃষ্টি, ঘূর্ণিঝড় দেখলেও তাপমাত্রার ক্ষেত্রে সে প্রভাব প্রায় নেই বললেই চলে। বর্তমানে দেশের কোনও কোনও রাজ্যের তাপমাত্রা প্রায় ৫০ ছুঁইছুঁই।