নয়াদিল্লি: তাজমহলের (Taj Mahal) ভিতরে বন্ধ থাকা ঘরগুলি নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছিল দেশে। এখনও ওই ঘরগুলি বন্ধ কেন রয়েছে? এই প্রশ্ন তোলা হয়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই নিয়ে মুখ খুলেছিলেন অনেকেই। তাজমহল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক হচ্ছে দেশজুড়ে। তাজমহলকে শিবের মন্দির বলেও দাবি করা হয়েছে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলির তরফে। সেই কারণেই তাজমহলের ভিতরে বন্ধ থাকা ঘরগুলির খোলার দাবিও করা হয়েছিল বারবার। এবার ওই বন্ধ থাকা ঘরগুলির ছবি প্রকাশ করল খোদ অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাজমহলের বেসমেন্টে থাকা ২২টি ছবি প্রকাশ করা হয়েছে ASI-এর তরফে। ওয়েবসাইটে প্রকাশিত নিউজলেটারেই মিলবে সেই ছবি। সময়ের প্রভাবে ঘরগুলির একাধিক জায়গায় ক্ষয়ে গিয়েছিল। সেই জায়গাগুলি নতুন করে প্লাস্টার করা হয়েছে। মেরামতির আগের এবং পরের দুটি করে ছবি প্রকাশ করেছে ASI কর্তৃপক্ষ।


তাজমহল নিয়ে বিতর্ক:
তাজমহল (Taj Mahal) নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকেই। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা করা হয়, সেখানে দাবি করা হয়েছিল তাজমহলের প্রকৃত ইতিহাস খুঁজে বের করতে এবং বন্ধ থাকা ২২টি ঘরের দরজা খোলার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হোক। যদিও পত্রপাঠ সেই দাবি খারিজ করে দেয় আদালত।
এছাড়াও আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক কট্টরপন্থী হিন্দু সংগঠন। তাজমহল আসলে তেজো মহালয় নামের একটি শিবমন্দির। এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকে। এর ফলেই বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসে তাজমহল। 


এবার ASI (Archaeological Survey of India)-এর আগ্রা সার্কেলের তরফে ওই ঘরগুলির ছবি প্রকাশ করা হয়েছে। ওই ঘরগুলির মেরামতি করা হয়েছে ASI-এর তরফে। সংস্থার ওয়েবসাইট থেকেই মিলবে ওই ছবি। বিতর্কের মাঝে ওই ছবিগুলি প্রকাশ করে আপাতত বিতর্ক ধামাচাপা দেওয়ারই চেষ্টা? অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 
 
আরও পড়ুন: রফতানিতে লাগাম ভারতের, বিশ্বের বাজারে লাফিয়ে বাড়ল গমের দাম