কলকাতা:  ময়নার নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়ার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ আদালতের। কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়না তদন্ত।
বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করবে কমান্ড হাসপাতাল। রাজ্যের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। পরিবার চাইলে উপস্থিত থাকতে পারবে। ময়না তদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল।


তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে। চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব নির্দেশ আদালতের।


এদিন আদালতে রাজ্য জানিয়েছে গুলিতেই মৃত্যু হয়েছে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। স্ত্রী ও ছেলের সামনেই বিজেপির বুথ সভাপতিকে অপহরণ-খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজয়কৃষ্ণ ভুঁইয়া বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। খুনের পরে গতকাল থেকেই অগ্নিগর্ভ ময়নার বাকচা। আজ সকাল থেকে চলছে বিজেপির ১২ ঘণ্টার বন্‍ধ। বনধ ঘিরে দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা-কর্মীদের। 

কী বলছেন নিহত বিজেপি নেতার স্ত্রী:
এদিন আদালতের রায়ের পরে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী বলেন, 'কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ায় আমি খুশি। রাজ্য পুলিশের কাজে আমি খুশি নই। পায়ে ধরে বলেছি আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে বলছে বাবাকে বাঁচাতে। পুলিশের পায়ে ধরে বলেছি। তবু কিছু করেনি। কোনও অভিযোগ নেয়নি। সবসময় বিজেপি কর্মীরাই অত্যাচারিত হয়। আমার স্বামী বুথ সভাপতি। সেই কারণেই এমন করল।' 


পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে  খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্‍ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ তুলে দিল তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্নপূর্ণা বাজারেও বিজেপির অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়।একজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।  


ময়নায় বিজেপির বন‍্ধে বাইক র‍্যালি। বিডিও অফিসে অশোক দিন্দারা। একের পর এক সরকারি অফিসে গিয়ে কাজ বন্ধ রাখার আবেদন বিধায়কের। পটাশপুরের ট্য়াপার পাড়ায় সকাল থেকেই বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পটাশপুর থানার তরফে অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীকে সরিয়ে দেয় পুলিশ। ২ ঘণ্টা পর অবরোধমুক্ত হয় পটাশপুর-এগরা রাজ্য সড়ক। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাঁশকুড়ার রাতুলিয়ায় দিলীপ ঘোষের নেতৃত্বে অবরোধ।



আরও পড়ুন: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?