কলকাতা: যাদবপুরের ঘটনায় এবার সিপিএমকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে সিপিএম। কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, আর জি কর-কাণ্ডের সময়েও এরাই গুন্ডামি করেছে।

 

তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। SFI-এর বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর। থানায় অভিযোগ দায়ের ওয়েবকুপার। এবিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "ওয়েবকুপার একটা অনুষ্ঠান ছিল। সেখান অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে, চড় মেরে.. এটার আবার কী! কোনও দাবি থাকলে জানাতে পারতেন। বিগত কয়েক বছর ধরে দেখছি বাম এবং অতি বাম মিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে। এরাই আরজি করের ঘটনার সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া কিছু জানে না। মহম্মদ সেলিমের ধুতিতে এখনও রক্তের দাগ পাবেন। শূন্য হয়ে গিয়েও অসভ্যতা করছেন। এসব করলে আগামী দিনে মিটিং মিছিল করতে পারবেন না। আর যদি মনে করেন যাদবপুরে এসেছেন মানে মস্তানি করব... মনে রাখবেন পশ্চিমবঙ্গে অনেক মাঠ খালি আছে সেসব মাঠে আমাদের ছেলেরাও আছে।''

কী ঘটেছিল শনিবার?

 তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবাররণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।  বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। চালানো হল ভাঙচুর। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। গণ্ডগোলের মাঝে ঝড়ে রক্তও। সভা থেকে শিক্ষামন্ত্রীর বেরনোর সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। বিক্ষোভের জেরে, দীর্ঘক্ষণ গাড়িতেই উঠতে পারেননি ব্রাত্য বসু। এরপর কোনওক্রমে তিনি গাড়িতে গিয়ে উঠলেও, গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন পড়়ুয়ারা। বনেটের ওপর চাপড় মারা হয়। এমনকী ছুড়ে মারা হয় জুতোও। এমনকী শিক্ষামন্ত্রীর গাড়িতে যাদবপুরের এক পড়ুয়া আহত হয়েছেন বলেও অভিযোগ ওঠে। কোনওক্রমে গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। গাড়ি নিয়ে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে।  এপ্রসঙ্গে গতকাল শিক্ষামন্ত্রী বলেন, "যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক। আমাদের বিপক্ষে থাক আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভাল হত।'

আরও পড়ুন: Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্র, কীভাবে থাকবেন সতর্ক? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ