নয়াদিল্লি: মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করে আশঙ্কার কথা শুনিয়েছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। তাঁকে অপহরণ করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, গতকাল রাত পৌনে ১০টা নাগাদ দিল্লিতে নামে বিমান। রাত ১০টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় মুকুল রায়কে। ছেলেকেও না জানিয়ে দিল্লি যান মুকুল! হঠাৎ কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন মুকুল? এই প্শ্ন যখন রাজনীতির অন্দরমহলে তোলপাড় তুলেছে তখনই সাংবাদিক বৈঠক করেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তিনি বললেন, মুকুল রায়ের মানসিক পরিস্থিতি ঠিক নয়। তাঁর দাবি ছিল, 'দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারবেন না। মুকুল রায় মানসিক ভাবে সুস্থ নয়', বললেন তিনি। সেই সঙ্গে তাঁর মন্তব্য, 'একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য রাজনীতি করা হচ্ছে।' সাংবাদিক বৈঠকে মুকুল-পুত্রও বলেন, 'বাবাকে বিমানবন্দর থেকে ফেরাতে চেষ্টা করেছিলাম। সিআইএসএফ কোনওরকম সাহায্য করেনি। বাবার দিল্লিযাত্রার পিছনে বড় কোনও টাকার খেলা হয়েছে। আমাকে না জানিয়েই ২ সঙ্গীকে নিয়ে দিল্লি গেছেন বাবা। মেডিক্যাল রিপোর্ট বলছে, বাবা সুস্থ নয়। কাল মুখ্যমন্ত্রী নিজে ২ বার বাবার খবর নিয়েছেন। একজন সুস্থ মানুষের বিজেপিতে যোগদান আর অসুস্থ মানুষের বিজেপিতে যোগদানে পার্থক্য আছে'।
বয়ান নিয়েছে পুলিশ:
এই আবহেই মুকুল রায়ের বয়ান নিয়েছে দিল্লি পুলিশ ও রাজ্য পুলিশ। স্বেচ্ছায় দিল্লি গিয়েছেন। কেউ জোর করেনি। এর আগেও রাজধানীতে এসেছেন। দিল্লি পুলিশ ও রাজ্য পুলিশকে জানিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। দিল্লির নেহরু প্লেস হোটেলে রয়েছেন তিনি। মঙ্গলবার প্রথমে দিল্লি পুলিশ হোটেলে গিয়ে মুকুল রায়ের বয়ান নেয়। তারপর হোটেলে যায় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ বয়ান নেওয়ার সময় হোটেলে উপস্থিত ছিল দিল্লি পুলিশও। বয়ান নেওয়া হলে হোটেল ছাড়েন দিল্লি পুলিশ ও রাজ্য পুলিশের আধিকারিকরা।
সুস্থ অবস্থায় এবং সজ্ঞানে দিল্লিতে এসেছেন বলে এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারেও দাবি করেছেন মুকুল রায়। বিজেন্দ্র সিংহকে মুকুল রায় বলেন, 'আমি দিল্লিতে এসেছি। নিজের ইচ্ছেয় এসেছি। কখনও কাউকে না জানিয়ে আসতে হয়। আমার অনেক কাজ আছে এখন। কারও সঙ্গে দেখা করিনি। ফোনে কথা হয়েছে। আমি বিজেপি বিধায়ক।' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ সুস্থ। বাড়ির সম্মতিতে আমি আসিনি। তাই হয়তো অনেকে অনেক কথা বলছে। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। আমি বিজেপি পুরোদমে করব। মাঝখানে শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। এখন সুস্থ।'
আরও পড়ুন: 'বিজেপিতে গিয়ে রাজনীতি করব', এবিপি আনন্দে Exclusive মুকুল! আর কী জানালেন?