কলকাতা: রাজ্যে করোনা পরিস্থিতি (Covid Situation) খানিকটি নিয়ন্ত্রণে। শিথিল হচ্ছে কোভিড বিধি-নিষেধ। এবার থেকে সপ্তাহের ৭ দিনই মুম্বই (Mumbai), দিল্লি (Delhi) উড়ান পরিষেবা (Flight Service) চলবে। বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল থাকছে আগের কড়াকড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ব্যাঙ্গালুরুতে কোভিডের গ্রাফ খানিক ঊর্ধ্বমুখী থাকার কারণেই এই সিদ্ধান্ত। পাশাপাশি লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি তবে এ ক্ষেত্রে বাধ্যতামূলক আরটিপিসিআর। 


 






আর কোথায় কোথায় ছাড়, দেখে নিন এক ঝলকে



  • ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ

  • অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল

  • পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’

  • সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র

  • রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়

  • অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়

  • সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড়

  • সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র

  • চালু হচ্ছে স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রকল্প, প্রতি বছর ৬ হাজার নিয়োগ

  • জঙ্গলমহল, শিলিগুড়ি, কলকাতা, ব্যারাকপুরে জয় হিন্দ বাহিনী গঠন

  • ৪টি জোনে ভাগ করে জয় হিন্দ বাহিনী তৈরি করে প্রশিক্ষণ

  • আজাদ হিন্দ ফৌজের স্মরণে জয় হিন্দ বাহিনী তৈরি করে প্রশিক্ষণ

  • দেউচা-পাঁচামি প্রকল্পে ৫ হাজার ১৩৯ পদে নিয়োগে ছাড়পত্র

  • জমিদাতাদের জুনিয়র, সিনিয়র কনস্টেবল পদে নিয়োগ

  • জমি দিলে পাট্টা, ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে


উল্লেখ্য, কোভিড বিধি নিয়ে বাড়াবাড়ির অভিযোগ, চিনগামী ৪৪ উড়ান বাতিল করে আমেরিকা। অতিমারির দায় নিয়ে সংঘাত চলছিল আগে থেকেই। এ বার কোভিড বিধি-নিষেধ নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে সংঘাত (Indi-China Conflict) চরমে উঠল। তাতে আমেরিকা থেকে চিনগামী ৪৪টি যাত্রীবাহী বিমানের উড়ান বাতিল (US Suspends Chinese Flights) করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। কোভিড বিধি-নিষেধের দোহাই দিয়ে সম্প্রতি আমেরিকার একাধিক বিমান সংস্থার উড়ান বাতিল করে বেজিং। তারই পাল্টা এ বার আমেরিকার তরফে বিমান বাতিল করা হয়।