অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পুরভোটের (Municipal Election 2022) আগে তড়িঘড়ি একাধিক প্রকল্পের উদ্বোধন করে বিতর্কের মুখে আলিপুরদুয়ার পুরসভা (Alipurduar Municipality)। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। ভোটের আগে চমক, দাবি বিজেপির। উন্নয়নে গাফিলতি ধামাচাপা দেওয়ার চেষ্টা, সমালোচনা কংগ্রেসের। ভোটের লক্ষ্যে উন্নয়নের অভিযোগ ওড়াল তৃণমূল।
২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। তার আগে আলিপুরদুয়ার পুরসভার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। গত তিন দিনে ৪টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এর মধ্যে রয়েছে এলইডি লাইট দিয়ে বাতিস্তম্ভ সাজানো।বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের পাইপলাইনের উদ্বোধন।পুরসভার তরফে বিশুদ্ধ পানীয় জল বিক্রির উদ্যোগ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া।আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক প্রসেনজিৎ কর বলেন, “সর্বাত্মক উন্নয়নের চেষ্টায় ৪টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। মানুষের দাবিকে প্রাধান্য।‘’
পুরভোটের আগে শিলান্যাস ও উদ্বোধন নিয়ে আলিপুরদুয়ার পুরসভাকে একসুরে বিঁধেছে বিজেপি ও কংগ্রেস। আলিপুরদুয়ারের বিজেপি বিধিয়াক সুমন কাঞ্জিলাল বলেন, পুরভোট দোরগোড়ায়। তার আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য চমক।দীর্ঘদিন ধরে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাস্তবায়িত হয়নি। আলিপুরদুয়ারের কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, তড়িঘড়ি প্রকল্পের উদ্বোধন। এর আগে পানীয় জলের শিলান্যাস হয়েছে চালু হওয়ার পর তৃণমূলের আমলে মুখ থুবড়ে পড়ে। ভোটের আগে নতুন করে শিলান্যাস।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ার শহর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন এটা গর্বের। মানুষ উপকার নিয়ে ভুলে গেলে মনে করিয়ে দেওয়া উচিত। ’’ আলিপুরদুয়ার পুরসভায় ২০টি ওয়ার্ড। ২০১৮-য় মেয়াদ ফুরোনোর আগে পর্যন্ত তৃণমূলের দখলে ছিল ৮টি ওয়ার্ড। বাম ও কংগ্রেস ৬টি করে ওয়ার্ড দখলে রেখেছিল। একুশের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে, ২টি বাদ দিয়ে বাকি ১৮টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। একের পর এক প্রকল্পের উদ্বোধনে, লাভ-ক্ষতির হিসেব মিলবে পুরভোটের ফল প্রকাশের পর।
আরও পড়ুন: Municipal Election : ১০৮ পুরসভায় ভোট, কোন জেলায় কোন পুরসভায় নির্বাচন, রইল বিস্তারিত