কলকাতা: গতকাল দুই-এর কোটায় থাকলেও আজ হাজারের ঘরে নামল রাজ্যের  করোনা সংক্রমণ (State Corona)। রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health DepartmentWB Corona Cases:) বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive Case) হয়েছেন ১,৯১৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ০২,১৬৯ জন। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২,৭২৩ জন। এ দিন রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১,১৪৬ জন।


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন, ৩৬ জন। গতকালের তুলনায় বাড়ল মৃতের সংখ্যা। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,৭২৩। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৬১৪ জন। সবমিলিয়ে আজ রাজ্যে সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।


[tw]





যদিও উদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬ দশমিক ৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃতের সংখ্যা ৫০০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬। 


দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১০ দশমিক ৯৯ শতাংশ।


এদিকে রাজ্যে ১ তারিখের তুলনায় আক্রান্তের সংখ্য়া সামান্য বেড়েছে শেষ ২৪ ঘণ্টায়। তবে এখনও নিয়ন্ত্রণেই রাজ্য়ে করোনা পরিস্থিতি। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২,৭২৩ জন। গতকাল রাজ্যে সংক্রমিত হয়েছিল ২,০১৪ জন। বুধবার সবমিলেয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০০,২৫৩ জন।