রানা দাস ও সমীরণ পাল: কালনা (Kalna) থেকে ব্যারাকপুর (Barrackpore)। পুরভোটের (Municipal Election 2022) মুখে কোথাও সিপিএম প্রার্থী আক্রান্ত হলেন। কোথাও বাড়ি ভাঙচুর হল সিপিএম (CPIM) নেত্রীর। তাদের বিরুদ্ধে হামলার অভিযোগের উঠলেও তা অস্বীকার করেছে তৃণমূল (Trinamool Congress)।
পুরভোটের (Municipal Election) মুখে নিশানায় সিপিএম। পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনায় (Kalna) আক্রান্ত হলেন সিপিএম (CPIM) প্রার্থী। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুরে (Barrackpore) ভাঙচুর হল সিপিএম নেত্রীর বাড়ি। বামেদের অভিযোগ, শুক্রবার সকালে কালনার ৮ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী পিয়ালি মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর।
রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে (Kalna Subdivision Hospital)। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও মানতে চায়নি শাসক দল। কালনা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আক্রান্ত সিপিএম প্রার্থী পিয়ালি মুখোপাধ্যায় বলেন, “আমার আশঙ্কা বিরোধী প্রার্থীরা এটা করেছে। ভোর রাতে ইট ছুড়ে, থানাতে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি।‘’ কালনার শহর তৃণমূল সভাপতি তপন পোডেল বলেন, “এটা ওদের নিজেদের মধ্যে গন্ডগোল। তৃণমূল সিপিএমকে বিরোধীকে ভাবে না। এতে দলের কেউ যুক্ত নয়।‘’
পুরভোটের ৩ দিন আগে, বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের রবীন্দ্রপল্লিতে ভাঙচুর করা হয় সিপিএমের এক নেত্রীর বাড়ি। চলে হুমকিও। সিপিএম নেত্রী মলি সিংহ বলেন, প্রায় ২০ মিনিট ধরে অকথ্য গালিগালাজ করে। বলে ভোটের দিন যদি বেরোয় তাহলে সাদা কাপড় পাঠিয়ে দেব বলেছে। রুলিং পার্টি যারা আছে তারাই করছে। খুবই আতঙ্কে আছি। ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্য়ান তথা তৃণমূল নেতা উত্তম দাস বলেন, ”ব্যক্তিগত শত্রুতা ছিল কি না জানি না, আমি যতদূর জানি একটা ইট মেরেছে।’’
আরও পড়ুন: Kharagpur: ''খড়গপুরের পুলিশ অফিসাররা তৃণমূল নেতাদের সেলাম করে চলে'', ফের বিতর্কিত মন্তব্য দিলীপের