রুমা পাল, কলকাতা: ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার ভোট (Municipal Election 2022) । জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক রাজ্যের নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission)। ২৭ ফেব্রুয়ারির পুরভোটের জন্য প্রচারের সময় সকাল ৯ থেকে রাত ৯। প্রচারের সময় শেষ ৪৮ ঘণ্টা আগে। স্পর্শকাতর বুথের (Sensitive Booth) তালিকা তৈরি এবং নাকা চেকিং বাড়ানোর নির্দেশ কমিশনের। বহিরাগতদের ঠেকাতে বিশেষ নজরদারির নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।


এদিনের বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর বুতের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ৪ থেকে ৫ দিনের মধ্যে এই তালিকা পেশ করতে হবে। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। বহিরাগতদের ঠেকাতে যা যা প্রয়োজন তা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাড়াতে হবে নাকা চেকিং (Naka Checking)। শাসক দল ও বিরোধীদের আবেদন মেনে প্রচারের সময়সীমা বাড়ানো হয়েছে। 


এক দিনেই, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, বকেয়া ১০৮টি পুরসভার হবে ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।  কবে জানা যাবে ফল, তা অবশ্য জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ দিয়েই হবে শতাধিক পুরসভার ভোট। বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোয়নন পেশ করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।  মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন ১২ ফেব্রুয়ারি।  তবে জনসভার ক্ষেত্রে কিছুটা শিথিল হয়েছে বিধি।খোলা জায়গায় জনসভায় ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। 


করোনা আবহে রাজ্যের চার পুরসভার ভোট ৩ সপ্তাহ পিছিয়ে হবে ১২ ফেব্রুয়ারিতে। এই প্রেক্ষাপটে বাকি ১০৮টি পুরসভাতেও, ভোট পিছনোর দাবি জানিয়েছিল বিরোধীরা। চার পুরসভার সঙ্গে বকেয়া পুরসভাগুলির একই দিনে গণনার দাবিও ওঠে। বৃহস্পতিবার তা খারিজ করে রাজ্য কমিশন জানায়, ২৭ ফেব্রুয়ারি, বকেয়া ১০৮টি পুরসভার ভোট হবে। 


আরও পড়ুন: Siliguri Municipal Election: পুরভোটে মেলেনি টিকিট, শিলিগুড়ি ছাড়লেন তৃণমূল নেত্রী, দলবদল ব্যুমেরাং, কটাক্ষ অশোকের