মীরট (উত্তরপ্রদেশ) : আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) গাড়িতে গুলির হামলা। ছাযারসি টোল প্লাজার (Chhajarsi toll plaza) কাছে তাঁর গাড়িতে তিন চার রাউন্ড গুলি ছোড়া হয় (3-4 rounds of bullets were fired) বলে দাবি মিম (AIMIM) প্রধানের। উত্তরপ্রদেশের মীরটের কিঠৌরে জনসভা করার পথে দিল্লি পথে ফেরার সময় ছাযারসি টোল প্লাজায় তাঁর গাড়িতে গুলি ছোড়া হয় বলে অভিযোগ আসাদউদ্দিন ওয়েইসির। 


গাডড়িতে গুলি লাগার ছবি তিনি সোশাল মিডিয়াতেও পোস্ট করেছেন আসাদউদ্দিন ওয়েইসি। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, মীরঠের কাছে কিঠৌরে জনসভা সেরে দিল্লি ফেরার পথে ছাযারসি টোল প্লাজার কাছে দু'জন আমার গাড়ি লক্ষ করে গুলি ছুড়তে থাকে। মনোট ৩-৪ রাউন্ড গুলি ছোড়া হয়। আমার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে রওনা হয়ে যাই।








প্রসঙ্গত, কয়েকদিন পরই হাইভোল্টেজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। যা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। সেই জন্যই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ভোট প্রচার চালাচ্ছেন ওয়েইসিও।


দেশের অন্যতম বড় এই রাজ্যে বিধানসভায় মোট আসন ৪০৩টি। এর আগে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৩১২টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল। এই ফলাফলে বিশাল উজ্জীবিত হয় গেরুয়া শিবির। সেবার জোট বেঁধে ভোটে যায় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সমাজবাদী পার্টি ২৯৮টি আসনে এবং কংগ্রেস বাকি ১০৫টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে এসপি কোনওক্রমে ৪৭টি আসন পায়। কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র সাতটি আসন। বহুজন সমাজবাদী পার্টিও বিশেষ সুবিধা করতে পারেনি। পায় ১৯টি আসন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। এরপর গত ৫ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ফের একবার জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোট হতে চলেছে।


আরও পড়ুন- কার দখলে যেতে পারে উত্তরপ্রদেশ? কী বলছে সি ভোটারের সমীক্ষা?