সুনীত হালদার, উলুবেড়িয়া : টিকিট না মেলায় এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উলুবেড়িয়া পুরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর কাজি মানোয়ারা বেগম। মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেন। এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর স্বামী তথা তৃণমূল নেতা কাজি আতিবর রহমান।


তাঁর দাবি, টিকিটের বিনিময়ে পিকের টিমের এক সদস্য ৫ লক্ষ টাকা চেয়েছিলেন। তা দিতে না পারায় দলের কয়েকজন মিলে টিকিট দেয়নি। এই অভিযোগ আমি দলের সর্বস্তরে পাঠিয়েও কোনও সুরাহা পাইনি।


এদিকে তৃণমূলের টিকিট না পাওয়ায় গোবরডাঙার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন। এতদিন দল করলাম, দেখলাম না বলে বারাসাত জেলা শাসকের দফতরের সামনে জেলা সভানেত্রীর কাছেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। দল থেকে প্রার্থী ঠিক করেছে, দাবি তৃণমূলের জেলা সভানেত্রীর।


আরও পড়ুন ; ' রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে প্রার্থী বাছাই' , বিস্ফোরক তৃণমূল বিধায়ক সমীর পাঁজা


প্রার্থী নিয়ে এই বিক্ষোভের আবহে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত"।


এই একই দিনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, 'প্রার্থী তালিকা নিয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়'।


এপ্রসঙ্গে উল্লেখ্য, আরামবাগে ১৯ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর ফের টিকিট পাওয়ায় বিক্ষোভ। ব্লক পার্টি অফিসে প্রার্থীদের নিয়ে বৈঠকের সময় বিক্ষোভ দেখানো হয়। বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাও কেন প্রার্থী? প্রশ্ন তুলে জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ চলে। অন্য কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়। এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল প্রার্থীর। সব মিটে যাবে, আলোচনা করে মিটিয়ে দেব বলে দাবি জেলা সভাপতির।