সুনীত হালদার, হাওড়া : হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়া (Howrah) গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিধায়ক সমীর পাঁজা।
২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভার নির্বাচন (Municipality 2022)। প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে তালিকা তৈরি করেছে বলে দাবি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের। দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন :
Municipal Election 2022 : একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার, কে আসল প্রার্থী?
গত ৫ তারিখ হাওড়ার উলুবেড়িয়াতে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের ছবি দেখা যায়। তিনবারের কাউন্সিলর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুরজিৎ দাসকে এবার প্রার্থী করেনি তৃণমূল। প্রতিবাদে ৩ নম্বর ওয়ার্ডে দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। ৮ নম্বর ওয়ার্ডের প্রাথী নিয়ে তৈরি হয় অসন্তোষ। বিহিত চেয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা।
শুধু হাওড়াতেই নয়, প্রার্থী বিক্ষোভ চলছে জেলায় জেলায়। সোমবারই, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ ছড়ায়। খড়দায় দফায় দফায় বিটি রোড অবরোধ হয় । খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। মিনিট পনেরো পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিংহের আত্মীয়। ২০১৯-এ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন সঞ্জয় সিংহ। নির্বাচনে না দাঁড়ালেও তাঁকে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর করা হয়। কিন্তু এবারের পুরভোটে টিকিট না পেয়ে গতকাল কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা।