শুভেন্দু ভট্টাচার্য, সমীরণ পাল, কমলকৃষ্ণ দে: রবিবার ১০৮ পুরসভার ভোটগ্রহণ (Municipal Election 2022)। তার আগে এখনও অব্যাহত জেলায় জেলায় অশান্তি। কোচবিহার, উত্তর ২৪ পরগনা থেকে পূর্ব বর্ধমান, কোথাও পোড়ানো হল পোস্টার, কোথাও আবার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠল। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
কোথাও নর্দমায় ভাসছে দলীয় পতাকা। কোথাও মাটিতে পড়ে, আধ পোড়া পোস্টার-ব্যানার। আবার কোথাও অস্থায়ী পার্টি অফিসে হামলা তো কোথাও প্রচারে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে বিক্ষোভ। রবিবার ভোট হবে ১০৮ পুরসভায়। তার আগে এখনও জেলায় জেলায় অশান্তি অব্যাহত।
কোচবিহারের ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, তুফানগঞ্জের থানাচৌপথি এলাকা বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে নাম না করলেও ঘটনার নেপথ্যে শাসকদলকেই দুষেছে গেরুয়া শিবির। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ সাহার অভিযোগ, “আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। এটা দুষ্কৃতীদের কাজ আগে কখনও এরম হয়নি।‘’
পূর্ব বর্ধমানের বর্ধমান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে ফেস্টুন-ব্যানার ছেঁড়া ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসকদল। উত্তেজনার ছবি উত্তর ২৪ পরগনার বসিরহাটেও। বিজেপি ও সিপিএমের পতাকা, ফেস্টুন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়াল। সোমবার সকালে দেখা যায় পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে পুকুর ও নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। নেপথ্যে তৃণমূল, দাবি বিরোধীদের। ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী সোমনাথ বসুর দাবি, “তৃণমূল করেছে এই ধরনের বাইট, ফ্লেক্স ও দলীয় মুখপত্রের বোর্ডও ভাঙচুর করা হয়।‘’ অভিযোগ অস্বীকার শাসকদলের।
এদিকে, তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সোমবার বারাসাত থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থী ও কর্মী-সমর্থকরা।যদিও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: Panskura News: পুরভোটের আগেও কাটমানি কাঁটা, পাঁশকুড়ায় কাঠগড়ায় পুরসভা চেয়ারম্যান-সহ ২