আশিস বাগচী, বহরমপুর : মুর্শিদাবাদের বহরমপুরে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে বাড়ি ভাঙার নোটিস দিল প্রশাসন। বেআইনিভাবে বাড়ি তৈরির কথা স্বীকার করলেও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কংগ্রেস কাউন্সিলর।
রাস্তার ধারে পেল্লায় দোতলা বাড়ি। বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই বাড়িতেই কংগ্রেস কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেতা হীরু হালদার তাঁর পরিবার নিয়ে থাকেন। আর এই বাড়ি নিয়েই শোরগোল পড়ে গেছে বহরমপুর শহরে। অভিযোগ, রাজ্য সরকারের সেচ দফতরের জমির ওপর অবৈধভাবে বাড়ি তৈরি করেছেন কংগ্রেস কাউন্সিলর।
পুরসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল নেতা ও পুর চেয়ারম্যান। তার প্রেক্ষিতেই বহরমপুরের কুঞ্জঘাটায় কংগ্রেস কাউন্সিলরের বাড়িটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে জানিয়ে দেয় প্রশাসন। বাড়িটি যে সরকারি জমির ওপর তৈরি তা স্বীকার করলেও এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন কংগ্রেস কাউন্সিলর। কাউন্সিলর হীরু হালদার বলেন, বাড়ি সরকারি জায়গায়। এটি পৈতৃক বাড়ি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভেঙে ফেলার নির্দেশ।
বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, হীরু হালদারের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম। কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়। হীরু হালদার ইনকাম ট্যাক্স দেন। তারপরেও কেন সরকারি জায়গায় বসবাস করবেন, এটাই আমাদের প্রশ্ন।
নোটিসের যথাযথ উত্তর না পেলে বাড়িটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন এসডিও। বহরমপুর সদরের এসডিও প্রভাত চট্টোপাধ্যায় বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নোটিসের যথার্থ উত্তর না পেলে বাড়ি ভেঙে ফেলা হবে।
নোটিসের উত্তর দেওয়ার জন্য কংগ্রেস কাউন্সিলরকে ২৯ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।