রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রুপোলি পর্দার মতো, বাস্তবেও সাড়া ফেলে দেওয়া ব্যাঙ্ক ডাকাতি (Bank Robbery) কম হয়নি। কিন্তু মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনা, চমকে দিয়েছে পুলিশ কর্তাদেরও। ভল্ট থেকে উধাও হয়ে গেছিল ৭২ লক্ষ টাকা। সেই টাকা লুঠের অভিযোগে গ্রেফতার হলেন ব্যাঙ্কেরই গ্রুপ-ডি কর্মী।
এমনকী প্রমাণ লোপাটের জন্য তিনি ব্যাঙ্কে আগুন লাগান বলেও জানিয়েছে পুলিশ। ১০ মে, সামশেরগঞ্জে ভবানীবাটিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই শাখায় আগুন লাগে। তদন্তে নামে পুলিশ। তখনই ব্যাঙ্কের তরফে জানানো হয় ভল্ট থেকে ৭২ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। যে অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই গ্রুপ ডি কর্মী মনোজকুমার সিং-এর বয়ানে অসঙ্গতি পান তদন্তকারীরা।
পুলিশ সূত্রে দাবি, তিনি স্বীকার করেন অগ্নিকাণ্ডের আগেই ৮ মে তিনি ভল্ট থেকে টাকা সরিয়েছেন। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে ১০ মে তিনিই ব্যাঙ্কে আগুন লাগান বলে স্বীকার করেছেন অভিযুক্ত। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, 'ঘাড় ধাক্কা দিয়ে গরাদে ভরে দেওয়া দরকার', পার্থ প্রসঙ্গে তোপ অধীরের
ধৃতকে হেফাজতে নিয়ে তাঁর নিজের বাড়ি ও ভাড়া বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৭২ লক্ষ টাকা। জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, "কীভাবে টাকা উদ্ধার, ওই অংশটা রাখবে।" ব্যাঙ্কে লুঠের অভিযোগে পুলিশের জালে ব্যাঙ্কের কর্মী। যদিও এই নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কেউ প্রতিক্রিয়া দিতে চায়নি।
ইতিমধ্যেই ১২ দিনের হেফাজতে নেওয়া হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে জানা গেছে, মনোজের বেলডাঙার ভাড়া বাড়ি থেকে প্রায় ৬০ লক্ষ টাকা এবং সামশেরগঞ্জের বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ, গত ১০ তারিখে ওই ব্যাঙ্কের শাখাতে যে আগুন লাগার ঘটনা ঘটেছিল তাতে সরাসরিভাবে মনোজের হাত রয়েছে।