বেলডাঙায় অশান্তি, আক্রান্ত সংবাদমাধ্যম, যা নিয়ে বাংলায় এসে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও মহিলারা সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন। তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না'। 

Continues below advertisement

বেলডাঙায় অবরোধকারীদের সেই বেলাগাম তাণ্ডবের খবর করতে গিয়ে আক্রান্ত হল এবিপি আনন্দ। আক্রান্ত হলেন এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষ।

শনিবার বেলডাঙার বড়ুয়া মোড়ে অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছন এবিপি আনন্দর প্রতিনিধিরা। বড়ুয়ামোড়ে অবরোধের এই খবর সম্প্রচার চলাকালীনই এবিপি আনন্দ-র ২ প্রতিনিধির দিকে ধেয়ে আসেন বিক্ষোভকারীরা। 

Continues below advertisement

কোনওরকমে একটি টোটোয় উঠে এলাকা ছাড়তে যান চিত্রসাংবাদিক। টোটোচালক তাঁকে টোটোয় তুলতে চাননি। তখন একটি মোটরবাইকে চড়ে এলাকা থেকে বের হন চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষ। সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ আশ্রয় নেন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে। কিন্তু সেখানে গিয়েও তাঁকে হেনস্থা করে বিক্ষোভকারীরা। এরপর কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আরেকটি মোটরবাইকে করে এলাকা ছাড়েন এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ। 

এখানেই অনেকে প্রশ্ন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের কাজ, দায়িত্ব। আর তাঁরা যাতে সেই কাজ ঠিক করে করতে পারেন, তা সুনিশ্চিত করা প্রশাসনের কাজ। কিন্তু বার বার সাংবাদিকরাই কেন নিশানায়? নৈরাজ্যের খবর সামনে চলে আসার ভয়ে কি বারবার টার্গেট সংবাদমাধ্যম?

শুক্রবার বেলডাঙায় খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক সোমা মাইতি ও তাঁর চিত্রসাংবাদিক। ওই ঘটনার পর বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না। কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। কোনও সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে।'           

কিন্তু মুখ্যমন্ত্রীর এই বার্তার পরও, শনিবার আক্রান্ত হতে হল এবিপি আনন্দকে। আর অন্যদিকে ঘুরিয়ে সংবাদমাধ্যমের ঘারেই দায় চাপানোর চেষ্টা করলেন পুলিশ সুপার।                                      

তাহলে কি যত দোষ সংবাদমাধ্যমের? আর প্রতিবাদের নামে তাণ্ডব চালালে কোনও দোষ নেই? ঘণ্টার পর ঘণ্টা তাণ্ডব চালানোর পর, পুলিশ রাস্তায় নামলে কোনও অন্যায় হয় না?