উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : শো কজের জবাব দেওয়া নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভপ্রকাশের পরেই জবাব দিলেন হুমায়ুন কবীর। বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। চিঠিতে দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন, এমনই খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে। সূত্রের খবর, তিনি প্রশ্ন তুলেছেন, 'মুখ্যমন্ত্রীর উপর চাপ কমাতে অভিষেককে সরকারে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এটা দলবিরোধী কেন হবে? তৃণাঙ্কুরের বিরুদ্ধে মুখ খোলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গ্রামের বিধায়ক বলে এমন বিচার ?' গ্রামে ফিরে তৃণমূল কর্মীদের নিয়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। সূত্রের আরও খবর, চিঠিতে হুমায়ুন অভিযোগ জানিয়েছেন, কথা শোনেননি জেলার নেতারা, কথা শুনতে চান না রাজ্যের নেতারাও।


আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন হুমায়ুন। তাঁর অভিযোগ, দক্ষিণ কলকাতার নেতারা দলের কাছে অনেক বেশি গুরুত্ব পান। অনেক বেশি দল তাঁদের পাশে দাঁড়ায়। কিন্তু, যাঁরা গ্রাম-বাংলা থেকে আসেন, তাঁদের ক্ষেত্রে দল সেই গুরুত্ব দেয় না। শোকজের জবাব দেওয়ার ১৫ মিনিটের মধ্যে এই অভিযোগ তোলেন তিনি। 


গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কম কথা বলার জন্য বলেছিলেন। বলেছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা না বলার জন্য। যা বলার আছে তা দলের ভেতরে বলার জন্য । কিন্তু, চিঠির জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ফের মুখ খুললেন। এবার তাঁর নিশানায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ দলের রাজ্য নেতৃত্ব। 


গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন সদ্য শো-কজ হওয়া হুমায়ুন কবীর। বিধায়করা যখন একে একে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করছেন, তখন ভিড়ের মধ্যে সেখানে তিনিও গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, দিদি কেমন আছেন ? সূত্রের খবর, হুমায়ুন কবীরকে দেখেই তিনি বলে ওঠেন, তুমি আগে শো-কজের জবাব দাও। হুমায়ুন কবীর তখন মুখ্যমন্ত্রীকে বলেন, আমি অনেকবার আমার বক্তব্য আপনাকে জানানোর চেষ্টা করেছি। রাজ্যের নেতাদেরও বলার চেষ্টা করেছি। কিন্তু, আমার কথা কেউ শোননি। তাই সাংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছি। তবে, আমি দলবিরোধী একটা কথাও বলিনি। মুখ্যমন্ত্রী তখন তাঁকে থামিয়ে বলেন, তুমি আগে জবাব দাও। তারপর আমি সব দেখে নেব। জবাবটা আগে দাও। এরপর আজ বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে গিয়ে সেই জবাব দিয়েছেন হুমায়ুন।