রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হাওড়ার পর মুর্শিদাবাদেও ছড়িয়েছে গন্ডগোল। এক কলেজ ছাত্রীর একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। তার আঁচ গিয়ে পড়ে থানায়। থানা ঘিরে চলে তুমুল বিক্ষোভ, লাগাতার ইটবৃষ্টি। একাধিক বাড়িতে ভাঙচুরও হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়া আটকাতে একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত  ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। অভিযুক্ত কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে।


হাওড়ার পর বেলডাঙা:
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধ্বংসাত্মক কাজের ছবি দেখেছে হাওড়া। একাধিক জায়গায় ভাঙচুর করা হয়েছে। আগুন লাগানো হয়েছে। রাস্তা অবরোধ করে তুমুল সমস্যা সৃষ্টি করা হয়েছে। এবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট  ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বিক্ষোভ, প্রতিবাদের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বেলডাঙা থানা চত্বরে। ইটবৃষ্টি হয়েছে, বোমাবাজিও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে পুলিশকে। 


কখন কোন ঘটনা?
বেলডাঙার বড়ুয়া কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টের প্রতিবাদেই শুক্রবার প্রথমে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভের রেশ গিয়ে পড়ে বেলডাঙা থানা চত্বরে। অভিযোগ, এরপরই বেলডাঙা থানা থেকে ২০০ মিটার দূরে বড়ুয়া কলোনিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। 
ফেসবুকে পোস্ট করা কলেজ ছাত্রীর বাড়ি-সহ ১৪-১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার জন্য একাধিক বাসিন্দা জখম হয়েছেন। বেলডাঙার বড়ুয়া কলোনির বাসিন্দা সুবরণ রায়, সিদ্ধার্থ সরকার হামলার বিষয় নিয়ে অভিযোগ করেছেন। বাড়িঘর নির্বিশেষে ভাঙচুর করার অভিযোগও করেছেন। শুক্রবার রাতেই ওই কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনা ছড়ানো, উস্কানি দেওয়া-সহ জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 


এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। প্রশাসনের ব্য়র্থতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। থানার কাছে হামলা, থানায় ঝামেলার ঘটনায় প্রবল ক্ষোভ জানিয়েছেন বেলডাঙা পুরসভার বিজেপি কাউন্সিলর। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ।


আগেও উত্তপ্ত বেলডাঙা:
সিএএ-এনআরসি'র প্রতিবাদকে কেন্দ্র করেও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেলডাঙা। স্টেশনে ভাঙচুর হয়েছিল, ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, শুক্রবারের ঘটনার পর পদক্ষেপ করেছে প্রশাসন। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় আগামী ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত  ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: 'পাস করালে দিদি চাকরি দিতে পারবে না, তাই উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে', শিলিগুড়ির স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ