বাচ্চু দাস, শিলিগুড়ি: শুক্রবারই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক (HS Result) পরীক্ষার ফল। মাধ্যমিকের (Madhyamik) পর উচ্চ মাধ্যমিকের ফলাফলেও জেলার জয়জয়কার। কিন্তু শিলিগুড়ির (Siliguri) স্কুলে এক অন্য ছবি। উচ্চমাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভে শিলিগুড়ি সূর্যসেন বাল্মিকী বিদ্যাপীঠের কিছু ছাত্রী স্কুলের সামনেই বিক্ষোভে বসেন।                             


পড়ুয়াদের বিস্ফোরক দাবি                


"পাস করালে দিদি চাকরি দিতে পারবে না। সেজন্যই আমাদের উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে", এমনটাই অভিযোগ তুলে পাস করানোর দাবিতে স্কুলের সামনে বসে বিক্ষোভ দেখালো অকৃতকার্য হওয়া ছাত্রীরা। তাঁদের দাবি ভাল পরীক্ষা দিলেও তাঁদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এদিন ছাত্রীদের এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।   


আরও পড়ুন, দুঃসহ অভিজ্ঞতা! পয়গম্বর মন্তব্য-বিতর্কে রেল অবরোধ, মৃতদেহ নিয়ে ট্রেনেই আটকে পরিবার


শুক্রবারই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। রাজ্যে শুধু মাত্র মেধা তালিকাতেই জায়গা করে নিয়েছে ২৭২ জন। এছাড়াও উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাশের হারও রাজ্যে নজর কাড়া। তাছাড়াও মেধাতালিকায় রাজ্যে প্রথম হয়েছে এক ছাত্রী। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসফল হয়েছে শিলিগুড়ি সূর্যসেন বাল্মিকী বিদ্যাপীঠের কিছু ছাত্রী।                                    


জানা গেছে, এ বছর বাল্মিকী বিদ্যাপীঠের ১৭০ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। তার মধ্যে ১৪০ জনের মতো পরীক্ষার্থী পাস করেছে। গতকাল অনলাইনে রেজাল্ট দেখে পরীক্ষার্থীরা৷ তার মধ্যে দেখা যায় ৩০ জনের মতো ছাত্রী উচ্চমাধ্যমিকে ফেল করেছে। আর এরপরই শনিবার প্ল্যাকার্ড নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান অনুত্তীর্ণ ওই ছাত্রীরা। তাঁদের দাবি, তাদের গতবারের একাদশ শ্রেণীর মতো পাশ করিয়ে দেওয়া হোক ৷  তাঁদের ন্যায্য নম্বর দেওয়া হোক।