রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসক, নার্স ও নিরাপত্তা রক্ষীদের নিগ্রহের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, ১৭ অগাস্ট অতিরিক্ত রক্তক্ষরণের জেরে নবগ্রামের মহিলাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন তাঁকে স্থানান্তরিত করা হয় মহিলাদের মেডিকেল ওয়ার্ডে। কিন্তু এরপর গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই রোগীর।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, রোগীর মৃত্যুর আগেই ওয়ার্ডের মধ্যেই চিকিৎসক, নার্সকে মারধর করেন আত্মীয়রা। বাধা দিলে নিরাপত্তা রক্ষীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে আহত দুই নিরাপত্তা রক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রোগীর পরিবারের তিন মহিলা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
অন্যদিকে বর্ধমানের গুসকড়াতে এক তৃণমূল নেতার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার রাতে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। জানা যায় বুকে যন্ত্রণা নিয়ে গুসকরার ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিল নেতা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছিল।
অন্যদিকে, ভ্যাকসিনের টোকেন বিভ্রান্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়ায়। বিভ্রান্তির জেরে ভ্যাকসিন না নিয়ে ফিরতে হচ্ছে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা, ভ্যাকসিনের দ্বিতীয় টিকা নিতে উপচে পড়া ভিড় মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু টোকেন বিভ্রান্তিতে ভ্যাকসিন পেলেন না অনেকেই।
ভ্যাকসিন গ্রাহক মলয় ধাড়া বলেন, 'আমি কো ভ্যাকসিন নিয়েছিলাম। আমার টোকেনও কো ভ্যাকসিনের। কিন্তু সার্টিফিকেট যখন দেখছি, সেখানে কোভিশিল্ড দেখাচ্ছে। আমি তো বিভ্রান্ত হয়ে গিয়েছি। এভাবে কোন ভ্যাকসিন আমার নেওয়া উচিত, কিছুই বুঝতে পারছি না।' তবে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ড: রনজিৎ মাহান্তি বলেন, 'সার্টিফিকেটে যা দেখাচ্ছে তাই হবে। এখানে বিভ্রান্তির কোনও জায়গা নেই। সবাই নিশ্চিত থাকুক।'