কলকাতা: করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের মধ্যেই কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে আড়াই হাজারের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়ায়। সেই জ্বর কাঁপুনি, শারীরিক দুর্বলতা। বাড়ছে মশাবাহিত রোগের আতঙ্ক। ভরা বর্যায় জল জমার সমস্যার সঙ্গে সঙ্গে স্বাভাবিক কারণেই বেড়েছে রোগের ভয়। কলকাতা পুরসভা সূত্রে আশ্বাস, জল কোথায় জমে রয়েছে, তা দেখতে নজরদারি বাড়ানো হবে। নেওয়া হবে একাধিক পদক্ষেপও। কিন্তু এর মধ্যেই জেনে রাকা ভাল, কী কী লক্ষা এই রোগের।
- জ্বর
- ঠাণ্ডা লেগে অস্বস্তির অনুভূতি
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- ডায়রিয়া
- পেটে ব্যথা
- পেশী বা জয়েন্টে ব্যথা
- ক্লান্তি
- দ্রুত শ্বাস - প্রশ্বাস
- দ্রুত হৃদস্পন্দন
- কাশি
করোনার দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে শহর। এরইমধ্যে কলকাতায় বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। তাই জ্বর দেখলেই করোনা ভেবে নিচ্ছেন অনেকে। তবে ভুললে চলবে না, একই সঙ্গে রয়েছে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মষাবাহিত রোগ হওয়ার ভয়। তাই নিজে নিজে ভেবে নিয়ে চিকিত্সা শুরু করার আগে দরকার ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করানোর। কারণ সবকটি ক্ষেত্রেই জ্বর আসে। জেনে রাখুন ম্যালেরিয়া রোগ কী কীভাবে ছড়াতে পারে -
স্ত্রী অ্যানোফেলিস মশার মারফত ম্যালেরিয়া ছড়ায়। এছাড়াও -
- মায়ের থেকে গর্ভস্থ শিশুতে
- ম্যালেরিয়া আক্রান্তের রক্ত অন্যের শরীরে গেলে
- মাদক সেবনে একই সুঁচ ব্যবহারে
- ব্যবহৃত সূঁচগুলি ভাগ করে
দ্রুত চিকিত্সা না হলে ম্যালেরিয়া যে যে বিপদগুলি ডেকে আনতে পারে, তা হল - - সেরিব্রাল ম্যালেরিয়া
- শ্বাসকষ্ট
- মাল্টি অর্গান ফেলইওর
- রক্তশূন্যতা
- শরীরে গ্লুকোজের মাত্রা হঠাতই কমে যাওয়া
কলকাতা পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে ২ হাজার ৬০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ৩৬০ জন আক্রান্ত হয়েছেন ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায়। তাই উপরের লক্ষণ গুলি দেখলে আগে সতর্ক হোন। চিকিত্সকের পরামর্শ নিন। গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কারণ দেখা গেছে, অনেক ক্ষেত্রে ভ্রুণে ম্যালেরিয়ে ছড়িয়ে যায়।