পার্থ প্রতিম ঘোষ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরী, কলকাতা : প্রথমে স্কুলের প্রধান শিক্ষক। তারপর প্রধান শিক্ষকের ছেলে, মূল অভিযুক্ত। আর এবার, সহকারী স্কুল ইন্সপেক্টর। মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃতীয় গ্রেফতারি। জঙ্গিপুরের, সহকারী স্কুল ইন্সপেক্টর সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল CID।
আর এদিনই, গোঠা হাইস্কুলে নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিল রাজ্যের তদন্তকারী সংস্থা। পাশাপাশি, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা দেয় স্কুল শিক্ষা দফতরও (School Education Department)। স্কুলে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI-এর তদন্ত প্রক্রিয়া চলার মধ্য়েই চাঞ্চল্য়কর এক অভিযোগ সামনে আসে। নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনায় CID-কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ও তাঁর ছেলে, মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি। আর এবার গ্রেফতার হলেন, এক সরকারি আধিকারিক। জঙ্গিপুরের সহকারী স্কুল ইন্সপেক্টর। CID সূত্রে দাবি, অনিমেষ তিওয়ারির ফাইলগুলি তিনিই আপলোড করেছিলেন, বর্তমানে যেগুলোর কোনও খোঁজ নেই।
এই মামলাতেই, স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমতি চেয়েছিল CID। সোমবার, স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়, অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সপ্তাহের মধ্যে অনুমতিপত্র হাতে পেয়ে যাবে CID। ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন