রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়ে, দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জলঙ্গির তৃণমূল (TMC) বিধায়ক আব্দুর রজ্জাক (Abdur Razzak)। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ফোন ধরেননি তৃণমূলের মুর্শিদাবাদ জেলার সভাপতি (Murshidabad News)।
উৎসবের মরসুমে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল
মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী।,স্তোত্রপাঠ, সন্ধিপুজো। তার মধ্যেই মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। অষ্টমীর সকালে দলীয় কর্মীদের একাংশকে ডেকে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রজ্জাক।
সংবাদমাধ্যমে আব্দুর বলেন, ‘‘চরম বিপদে পড়েছি যে কথাটা আপানাদের না জানালে, আমার সম্পর্কে বাজে বার্তা মানুষের কাছে যাচ্ছে।’’ কেন এই কথা বললেন তৃণমূল বিধায়ক? সম্প্রতি, জলঙ্গীর বিভিন্ন অঞ্চলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।সেই নিয়েই সোমবার ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন: Durga Puja 2022: সন্ধিপুজোয় আবেগপ্রবণ কল্যাণ, কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ
আব্দুরের কথায়, ‘‘মানুষ যে এত মারাত্মক হয়, নেতা যে এত মারাত্মক হতে পারে, কোনও লোক যে এত মারাত্মক হতে পারে, রাজনৈতিক জীবনে আর এক ধরনের অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম। যে নামগুলি সেই লিস্টে নেই, সেই নাম আলোচিত হয়নি। অথচ ঘোষণা করে দিয়েছে। যাঁরা সভাপতি হয়েছেন, তাঁরা বিগত নির্বাচনে কী করেছেন? ভোট করেছে কি? তাঁদের অতীত কী? মোহিত দেবনাথ মহাশয় ওই অংশের আমাদের ব্লক সভাপতি হয়েছেন। হওয়ার পরই আপনারা কী লক্ষ্য করেছেন, বলার অপেক্ষা রাখে না। বিভিন্নভাবে কারও দ্বারা পরিচালিত হওয়া, কখনও আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, সেই যোগাযোগ বন্ধ করেছে।’’
এর পাল্টা, জবাব দিয়েছেন তৃণমূলের দুই ব্লক সভাপতি। জলঙ্গি দক্ষিণের তৃণমূল ব্লক সভাপতি মোহিতকুমার ফোনে বলেন, ‘‘আমরা যেটা করছি, রাজ্য নেতৃত্বের নির্দেশে, বিধায়ককে জানিয়ে। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা ২০২১ সালে রজ্জাক সাহেবের হয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়েছেন। আগে থেকেই তৃণমূলে ছিলেন তাঁরা। নতুন করে নিযুক্ত করেছি, এমন নয়।’’
পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তি বাড়ছে দলের অন্দরে
আগামী, বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে, দলীয় দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার অস্বস্তিতে তৃণমূল। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূলের মুর্শিদাবাদ জেলার সভাপতি শাওনী সিংহ রায়কে ফোন করা হলেও, তিনি ধরেননি।