মুর্শিদাবাদ: বড়ঞায় ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। বিষয়টি জানাজানি হতে অভিযুক্তকে গণপিটুনি দেন গ্রামবাসীরা। পরে ওই যুবককে গ্রেফতার করে বড়ঞা থানার পুলিশ।
অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময় ৫ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই যুবক। পরে জঙ্গল থেকে শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। নির্যাতিত শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদের ঢেউ সারা দেশে, তখনই বাংলার বুকে আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছিল। জয়নগরে ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ইতিমধ্য়েই তুলকালাম পরিস্থিতি মহিষমারি এলাকায়। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলেছিলেন, 'স্তম্ভিত, শিহরিত ! কুলতলী থানা এলাকায় টিউশন পড়ে ফেরার পথে, বলপূর্বক তুলে নিয়ে গিয়ে, ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হল চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন নিথর দেহ' বলে প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপি নেতা। এরপর সুকান্ত মজুমদার আরও বলেছিলেন, 'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। নিস্তার নেই বাংলার মেয়েদের।' তিনি বলেন, আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে !
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। অভিযোগ নিতে গড়িমসি ও নিষ্ক্রিয়তার অভিযোগে পোড়ানো হয়েছিল পুলিশ ফাঁড়ি। ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা যেন একসূত্রে বেঁধে দিয়েছে আলিপুরদুয়ার, জয়নগর, ফরাক্কার মতো জায়গাকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রতিবেশীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায়, গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ডও ঘটে যায়। অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেছিল উত্তেজিত জনতা।
আরও পড়ুন, ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি, রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।