মুর্শিদাবাদ: একসঙ্গে গ্রেফতার ৬ জন বাংলাদেশের নাগরিক মুর্শিদাবাদ। ধৃত বাংলাদেশিদের সহযোগী এক ভারতীয়ও। রানিনগরের কাতলামারি ২ গ্রাম পঞ্চায়েতে তল্লাশি। ওই এলাকা থেকে অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশি নাগরিক গ্রেফতার। ধৃতদের মধ্যে মহম্মদ আবদুল্লাহ্ ও মহম্মদ জুয়েল রাণা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। ধৃত কেতাবুর, কামালুদ্দিন ও কালিমুদ্দিন রাজশাহী জেলার বাসিন্দা। আরেক বাংলাদেশি মহম্মদ সেলিম বাংলাদেশের ফেন্সি জেলার বাসিন্দা। ধৃতদের পেশ করা হয়েছে লালবাগ এসিজেএম আদালতে। কীভাবে বাংলাদেশ থেকে ভারতে এল অবৈধঅনুপ্রবেশকারীরা? তদন্তে পুলিশ।
Murshidabad: মুর্শিদাবাদে একসঙ্গে গ্রেফতার ৬ জন বাংলাদেশের নাগরিক
ABP Ananda | Goutam Roy | 31 Jul 2025 03:26 PM (IST)
Murshidabad News: মহম্মদ সেলিম বাংলাদেশের ফেন্সি জেলার বাসিন্দা। ধৃতদের পেশ করা হয়েছে লালবাগ এসিজেএম আদালতে। কীভাবে বাংলাদেশ থেকে ভারতে এল অবৈধঅনুপ্রবেশকারীরা? তদন্তে পুলিশ।
৬ বাংলাদেশিকে গ্রেফতার