রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কানাড়া ব্যাঙ্কের এটিএমে বড়সড় চুরি (Bank Robbery)। গ্যাসকাটার দিয়ে মেশিন ভেঙে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কানাড়া ব্যাঙ্ক এটিএমে বড়সড় চুরি। গ্যাস কাটার দিয়ে এটিএমের মেশিন থেকে চুরির অভিযোগ। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুরে (Murshidabad Samserganj)।
খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার এসডিপিও আসিম খান এবং সামসেরগঞ্জ থানা ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি থাকার পরেও এটিএমের ভেতর থেকে গ্যাস কাটার দিয়ে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এটিএম থেকে মোট কত টাকা চুরি হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখ করা যেতে পারে, সামসেরগঞ্জের অন্যতম ব্যস্ত মার্কেট বাসুদেবপুর। হাজার হাজার লোকের সমাগমের এই মার্কেটেই রয়েছে বাসুদেবপুর কানারা ব্যাঙ্কের এটিএম। এটিএমের পাশেই রয়েছে পঞ্চায়েত, বাসুদেবপুর বাস স্ট্যান্ড এবং রেললাইন। এরই মধ্যে কানাড়া ব্যাঙ্কের এটিএম থেকে চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও ঘটনার সঠিক সময় সম্পর্কে এখনও ওয়াকিবহাল নয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে গভীর রাতেই এই ঘটনা ঘটেছে, বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ-সহ যাবতীয় বিষয় তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরে জুলাই মাসে গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী। হেলমেট পরে রাতভর ব্যাঙ্কেই লুকিয়েছিল চোর। সকালে ব্যাঙ্ক খুলতেই গয়না নিয়ে চম্পট। কড়েয়া থানা এলাকায় বেসরকারি ব্যাঙ্কে বন্ধকী গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী। ধৃত প্রবীর হালদার ইয়েস ব্যাঙ্কের পার্কসার্কাস শাখায় হাউসকিপার পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রায় আড়াই কেজি সোনার গয়না খোয়া গিয়েছে বলে কিছুদিন আগে ব্যাঙ্কের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল ব্যাঙ্কের হাউস কিপারকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি বার্গলারি শাখার পুলিশ। গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে বন্ধক রাখা গয়না চুরির অভিযোগ।
আরও পড়ুন, অখিলের বিতর্কিত মন্তব্য জের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর
ঘটনার ২৪ ঘণ্টা পর চুরির ঘটনা নজরে এল ব্যাঙ্ক কর্তৃপক্ষের। পার্ক সার্কাসের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে গয়না চুরির অভিযোগ ঘিরে রীতিমতো ধন্দে পুলিশ। প্রায় আড়াই কেজি গয়না চুরি হয়েছে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের।পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে নাগাদ, গ্রাহক সেজে হেলমেট ও মাস্ক পরে ব্যাঙ্কে ঢোকে চোর। ব্যাঙ্কে ঢুকে সকলের নজর এড়িয়ে শৌচাগারে লুকিয়ে পড়ে ওই দুষ্কৃতী। রাতে গ্রাহকদের বন্ধক রাখা গয়না চুরি করে মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলার পর ফের হেলমেটে মুখ ঢেকে বেরিয়ে যায় বলে অভিযোগ।